ভারতীয় ফুটবল যেন সোনার খনি

সোমবার নয়াদিল্লিতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের দফতরে দেশের বিভিন্ন অ্যাকাডেমির প্রধানদের সঙ্গে বৈঠক করেন ওয়েঙ্গার।

Must read

নয়াদিল্লি, ২০ নভেম্বর : ভারতে এলেন আর্সেন ওয়েঙ্গার। বিখ্যাত কোচ এখন ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্টের প্রধান হিসেবে কাজ করছেন। ফিফার ট্যালেন্ট ডেভেলপমেন্ট স্কিম আর্সেনালের প্রাক্তন কোচের মস্তিষ্কপ্রসূত। বিশ্ব জুড়ে কাজ করছেন ওয়েঙ্গার। সেই উদ্দেশ্যেই এবার তিন দিনের ভারত সফরে এসেছেন নামী কোচ। মঙ্গলবার ভারত-কাতার ম্যাচের দিন ভুবনেশ্বরে এআইএফএফ-ফিফা অ্যাকাডেমির উদ্বোধন করবেন ওয়েঙ্গার।

আরও পড়ুন-দিনের বেলায় ডাক্তার, রাতে মৃৎশিল্পী ভদ্রেশ্বরের বিপ্লবেন্দু

সোমবার নয়াদিল্লিতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের দফতরে দেশের বিভিন্ন অ্যাকাডেমির প্রধানদের সঙ্গে বৈঠক করেন ওয়েঙ্গার। ছিলেন ফেডারেশনের শীর্ষকর্তারাও। কিংবদন্তি কোচ জানিয়ে দিলেন, ভারতীয় ফুটবল সোনার খনি। এখানে ফুটবলের উন্নতিতে কাজ করতে চান। ওয়েঙ্গার বলেন, ‘‘আমি ভারত নিয়ে সবসময় আগ্রহী। আমার লক্ষ্য, বিশ্ব জুড়ে ফুটবলের উন্নয়ন। আর সেটা ভারতের মতো ১৪০ কোটি মানুষের দেশকে বিশ্ব ফুটবল ম্যাপের বাইরে রেখে সম্ভব নয়।’’

আরও পড়ুন-প্রাপ্য না দেওয়ার নয়া বাহানা কেন্দ্রের

ওয়েঙ্গার আরও বলেন, ‘‘এখানে সম্ভাবনাময় সব কিছু রয়েছে। এখানে মানুষকে বোঝাতে হবে যে, ভারতীয় ফুটবল সোনার খনি। কিন্তু পুরোপুরি সেটাকে কাজে লাগানো যায়নি। উৎসাহ দিয়ে শুধু এগোনোর রাস্তাটা বের করে নিতে হবে। এখানে দারুণ সুযোগ রয়েছে। আমার টিম ভারতে ফুটবলের উন্নয়নে সাহায্য করার জন্য প্রস্তুত।’’ যোগ করেন, ‘‘আমাদের কাজ শুরু করে দিতে হবে। ফুটবল টেকনিক্যাল গেম। এখানে তরুণ ফুটবলারদের টেকনিক্যালি নিখুঁত করার জন্য আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাই।’’

Latest article