চলচ্চিত্র উৎসব ৫ নভেম্বর

থাকবেন অমিতাভ, শাহরুখ, সলমন, অনিল কাপুররা

Must read

প্রতিবেদন : চলতি বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kiff 2023) শুরু হবে ৫ নভেম্বর। চলবে ১০ নভেম্বর পর্যন্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) উদ্যোগে আমজনতার উৎসবে পরিণত হওয়া এই মেগা ছবির কার্নিভালে প্রতি বছরের মতো এবছরও থাকছেন বিগ-বি অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, বলিউড বাদশা শাহরুখ খান। তবে এবার বাড়তি সংযোজন অনিল কাপুর, সলমন খান-সহ অন্যান্যরা। এছাড়াও টালিগঞ্জের শিল্পীরা তো আছেনই। মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে মুম্বই সফরে গিয়ে অমিতাভ ও জয়া বচ্চনকে চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণ জানিয়ে এসেছেন। তিনি বারবার বলেন, অমিতাভ বচ্চন ছাড়া কলকাতা চলচ্চিত্র উৎসব (Kiff 2023) নুন ছাড়া তরকারির মতো। স্বাভাবিকভাবেই এবছরের এই ছবির উদ্‌যাপনকে কেন্দ্র করে মেগা তারকা সমাবেশ দেখবেন বঙ্গবাসী।

আরও পড়ুন-অশোকস্তম্ভ খোদাই করা রুপোর থালায় খাবেন বিদেশি অতিথিরা!

Latest article