৪ লক্ষ বাড়িতে পরিস্রুত জল

Must read

সংবাদদাতা, বালুরঘাট : প্রায় চার লক্ষ বাড়িতে পৌঁছে যাবে পরিস্রুত জল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর চালু করা জল স্বপ্ন প্রকল্পের অধীনে ২০২৪ সালের মধ্যে দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলার গ্রামীণ এলাকার ৩ লক্ষ ৪৫ হাজার ৪১৮টি পরিবারে বিনামূল্যে পৌঁছবে পানীয় জল, জানাল জনস্বাস্থ্য ও কারিগরি দফতর। এই বিষয়ে প্রশাসনের আধিকারিকদের নিয়ে হল বৈঠক। ছিলেন মন্ত্রী বিপ্লব মিত্র, লিপিকা রায় ও ললিতা টিগ্গা, কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তোরাফ হোসেন মন্ডল, জেলাশাসক আয়েশা রানি। জনস্বাস্থ্য ও কারিগরি দফতর সূত্রে খবর, দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলার তপন ব্লক এবং গঙ্গারামপুর ব্লকের একাংশে জল পৌঁছে দিতে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, পানীয় জল পৌঁছে দেওয়ার কাজের পরিকল্পনার নিরিখে গঙ্গারামপুরের এবং তপনের এলাকাকে পূর্ব ও পশ্চিম— দুটি ভাগ করা হয়েছে। তপনের পূর্বভাগে পানীয় জল সংযোগের কাজ শুরু হবে ২০২২-এর অক্টোবর মাস থেকে বলে খবর। এখনও অবধি ৪৬ হাজার ৬২০টি পরিবারে জলের সংযোগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-নয়া পর্যটনকেন্দ্রে হবে কর্মসংস্থান

Latest article