আজ ধুবুলিয়ায় মুখ্যমন্ত্রীর সভা ঘিরে চূড়ান্ত প্রস্তুত প্রশাসন, উদ্দীপ্ত তৃণমূল

আজ ধুবুলিয়া থেকে লোকসভার প্রচার শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় তৃণমূল ৫০ হাজার মানুষের জমায়েতের লক্ষ্য নিয়েছে

Must read

সংবাদদাতা, নদিয়া : আজ ধুবুলিয়া থেকে লোকসভার প্রচার শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় তৃণমূল ৫০ হাজার মানুষের জমায়েতের লক্ষ্য নিয়েছে। লক্ষ্যমাত্রা পূরণে কৃষ্ণনগর লোকসভার সাতটি বিধানসভা থেকেই দলের কর্মী-সমর্থকেরা আসছেন। গোটা এলাকা নিরাপত্তায় মোড়া হয়েছে। মঞ্চ ও অন্যান্য কাজ শনিবার ছিল শেষের দিকে।

আরও পড়ুন-সাংসদের উদ্যোগে গোকর্ণী স্বাস্থ্যকেন্দ্রে এপ্রিলেই চিকিৎসক

ধুবুলিয়া সুকান্ত স্পোর্টিং ক্লাব এলাকায় রয়েছে পুলিশের কড়া নিরাপত্তা। এই সভা থেকেই আজ কেন্দ্রীয় এজেন্সির ‘অপব্যবহার’-এর বিরুদ্ধে সরব হতে পারেন মুখ্যমন্ত্রী। কয়েকদিন আগে কৃষ্ণনগর লোকসভার তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর কৃষ্ণনগর, করিমপুর ও কলকাতার বাড়িতে সিবিআই হানা দেয়। আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পর কেন্দ্রীয় এজেন্সিগুলির ‘অতিসক্রিয়তা’ প্রসঙ্গে সরব ‘ইন্ডিয়া’ জোটের নেতানেত্রীরা। এই ইস্যুকে সামনে রেখেই এ রাজ্যে ভোটপ্রচার শুরু করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরে ফের মহুয়াকেই টিকিট দিয়েছেন নেত্রী।

Latest article