স্বস্তির বৃষ্টি পাহাড়-সমতলে, ২ জেলায় পড়ল শিলা

সমতলের শালুগাড়া ও বেঙ্গল সাফারি এলাকায় শিলাবৃষ্টি হয়। প্রায় একঘণ্টা বৃষ্টি হওয়ায় শিলিগুড়ি শহরকেন্দ্রিক এলাকায় শীতল হওয়া বইতে থাকে

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি ও জলপাইগুড়ি : পূর্বাভাস ছিল, বুধবার থেকে আগামী শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং-সহ পাহাড়ি এলাকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেই মোতাবেক বুধবার দুপুর থেকেই পাহাড়ের বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। কালিম্পং জেলার ঝান্ডি, গরুবাথান-সহ বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টি। সিকিম আবহাওয়া দফতরের অধিকর্তা গোপীনাথ রাহা জানিয়েছেন, আগামী কয়েকদিন এই বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি-সহ উত্তরের বিভিন্ন এলাকায়।

আরও পড়ুন-এবার ভাষা ব্যবহারে ফরমান জারি করল দিল্লিতে শাহের পুলিশ!

সমতলের শালুগাড়া ও বেঙ্গল সাফারি এলাকায় শিলাবৃষ্টি হয়। প্রায় একঘণ্টা বৃষ্টি হওয়ায় শিলিগুড়ি শহরকেন্দ্রিক এলাকায় শীতল হওয়া বইতে থাকে। উত্তরের আবহাওয়া আস্তে আস্তে পরিবর্তন হওয়া শুরু হচ্ছে। গরম এখন কিছুটা কমবে। মুষলধারে বৃষ্টি হল গোটা ডুয়ার্স জুড়ে। সেই সঙ্গে ডুয়ার্স সংলগ্ন পাহাড়গুলিতেও। আবহাওয়া দফতরের আগাম পূর্বাভাস ছিলই। সেইমতো কালিম্পং জেলার ঝালংয়ের তুংসুংয়ে ও গরুবাথান এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। আর এতেই যথেষ্ট স্বস্তি পেলেন এলাকার মানুষ। টানা দাবদাহে ভীষণ কষ্ট পাচ্ছিলেন সাধারণ মানুষ৷ গরমের হাত থেকে রেহাই পেতে ঘরেই বসে থাকছিলেন। বৃষ্টির কারণে কিছুটা রেহাই পেলেন সাধারণ মানুষ। এদিন জেলার ক্রান্তি, লাটাগুড়ি, মালবাজার এলাকায় বৃষ্টির সঙ্গে হাল্কা শিলাও পড়ে।

Latest article