প্রতিবেদন : অবস্থান বদল করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শিক্ষক নিয়োগ মামলায় শুনানিতে পর্যদ সম্পর্কে তিনি বহু বিরূপ মন্তব্য করেছিলেন। গত রবিবার এ রাজ্যে সাফল্যের সঙ্গে টেট পরীক্ষা হয়েছে। তাই বিচারপতি গঙ্গোপাধ্যায় ভোল বদল করে পরীক্ষা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। বিরোধীরাও একাধিক অভিযোগ করলেও তা মিথ্যা প্রমাণিত হয়েছে।
আরও পড়ুন-স্বচ্ছতার সঙ্গেই হবে সমীক্ষা
বিরোধীরা যে মিথ্যাচারের রাজনীতি করে তা প্রমাণিত হয়ে গিয়েছে। আর এর মধ্যেই পরীক্ষা গ্রহণ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাথমিকের একটি মামলা চলাকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় বললেন, টেট হওয়ার পর কার্বন কপি দিয়ে দেওয়া হয়েছে। বিচারপতি বলেন, মনে হচ্ছে কাজ ভাল হচ্ছে। উত্তরপত্র সংরক্ষণ করা থাকবে। প্রায় সাড়ে ৫ লক্ষেরও বেশি ওএমআর শিট সংরক্ষণ করা হচ্ছে।