অবশেষে ঢুকল দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু, জানাল মৌসম ভবন

বর্ষা আসার প্রস্তুতি। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ বঙ্গোপসাগর, নিকোবর দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ আন্দামান সাগরে অগ্রসর হয়েছে।

Must read

প্রতিবেদন: বর্ষা আসার প্রস্তুতি। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ বঙ্গোপসাগর, নিকোবর দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ আন্দামান সাগরে অগ্রসর হয়েছে। রবিবার ভারতের আবহাওয়া দফতর (আইএমডি) একথা জানিয়েছে। মৌসম ভবন বলেছে, মালদ্বীপ এবং কন্যাকুমারী অঞ্চলে মৌসুমী বায়ুর সময়মতো অগ্রগতি হয়েছে। ২০২৩ সালে দক্ষিণ আন্দামান সাগরে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর সূচনা হয়েছিল ১৯ মে। বর্ষার অগ্রগতি এবং সূচনা বিবেচনা করার জন্য আইএমডি কিছু মানদণ্ড অনুসরণ করে। সেই মানদণ্ড অনুসারে, নিম্ন ট্রপোস্ফিয়ারিক স্তরে (৩ কিমি পর্যন্ত) পরিমাপ করা পশ্চিমি বাতাসের শক্তি প্রায় ২০ নটিক্যাল মাইল বেড়েছে।

আরও পড়ুন-মিজোরাম- মায়ানমার সীমান্তে বেড়া দিলে অস্ত্র হাতে তোলার হুমকি

দক্ষিণ-পশ্চিমি বাতাস এই অঞ্চলে গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ৪.৫ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিরাজ করছে। ফলে মেঘাচ্ছন্নতা বৃদ্ধি পেয়েছে এবং এলাকায় বহির্মুখী লং ওয়েব রেডিয়েশন প্রতি বর্গমিটারে ২০০ ওয়াটের কম ছিল। মৌসম ভবন বলেছে, গত ২৪ ঘণ্টায় নিকোবর দ্বীপপুঞ্জে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু মালদ্বীপ এবং কন্যাকুমারী অঞ্চলের কিছু অংশ, দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশ, নিকোবর দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ আন্দামান সাগরে অগ্রসর হয়েছে। আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে, ৩১ মে কেরলে বর্ষার সুচনা হবে। বৃষ্টিপাতের পূর্বাভাস অনুসারে, ভারতের মৌসুমী বৃষ্টিপাত লগ পিরিয়ড গড় (১৯৭১-২০২০ এর গড় ৮৮০ মিমি) এর ১০৬ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে। আবহাওয়া দফতর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ২২ মে পর্যন্ত একটি ‍‘হলুদ’ সতর্কতা জারি করেছে।

Latest article