সৌদি আরবে হিন্দু সভ্যতার খোঁজ

সৌদি আরবীয় হেরিটেজ কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, এখানে মানব-বসতির ধ্বংসাবশেষ ও ১ হাজার ৮০৭টি কবর পাওয়া গিয়েছে।

Must read

প্রতিবেদন : সৌদি আরবের রাজধানী রিয়াধে এবার মিলল হিন্দু সভ্যতার অস্তিত্ব। সম্প্রতি রিয়াধের দক্ষিণ পশ্চিমে ৮ হাজার বছরেরও পুরনো একটি মন্দিরের হদিশ পেয়েছে প্রত্নতাত্ত্বিক বিভাগ। তবে শুধু মন্দির বললে ভুল হবে, সন্ধান মিলেছে একটি পুরনো যজ্ঞবেদিরও। আর এই সমস্ত ধ্বংসাবশেষের চিহ্ন মিলতেই প্রত্নতাত্ত্বিকদের ধারণা, এক সময় সৌদি আরবের মতো জায়গাতেও হিন্দু সভ্যতার অস্তিত্ব ছিল। পাশাপাশি এমন আরও অনেক ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে, যার উপর দেবতাদেরও ছবি দেখতে পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে, আল ফাওয়ের বাসিন্দারা এখানে এসে নিয়মিত দেবদেবীদের উপাসনা করতেন। সম্প্রতি সৌদি আরব ও ফ্রান্সের প্রত্নতাত্ত্বিকদের সংগঠন সৌদি আরবীয় হেরিটেজ কমিশন এই খননকাজ করে। তারপরই সন্ধান মেলে মন্দির ও বেদির।

আরও পড়ুন-জাতীয় জল নীতি

সৌদি আরবীয় হেরিটেজ কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, এখানে মানব-বসতির ধ্বংসাবশেষ ও ১ হাজার ৮০৭টি কবর পাওয়া গিয়েছে। ধ্বংসাবশেষগুলি থেকে বোঝা যায়, এখানে একসময় মানুষ বসবাস করত। মন্দির এবং যজ্ঞবেদি হিন্দু সভ্যতার প্রমাণ দেয়। শুধু আল-ফাও-তে পাওয়া ধ্বংসাবশেষই নয়, কিছু শিলালিপি থেকে বোঝা গিয়েছে, তখনকার মানুষ কতটা ধর্মপ্রাণ ছিলেন।
কমিশন তার রিপোর্টে উল্লেখ করেছে, এছাড়া আল-ফাওয়ের পূর্বে অবস্থিত তুওয়াইক পর্বতের পাশেও একটি পাথুরে মন্দিরের অস্তিত্ব পাওয়া গিয়েছে। পাশাপাশি নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে ৮ হাজার বছর নিওলিথিক যুগের বসতির ধ্বংসাবশেষও মিলেছে।

Latest article