প্রতিবেদন : এবার ইডি-র বিরুদ্ধে এফআইআর (ED- FIR) হল সন্দেশখালির ন্যাজাট থানায়। শেখ শাজাহানের বাড়ির কেয়ারটেকার এই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছেন। অভিযোগ, আগের থেকে কোনও নোটিশ না দিয়ে এবং কোনও অনুমতি ছাড়াই শেখ শাজাহানের বাড়ির তালা ভেঙেছে ইডি। এই অভিযোগের ভিত্তিতেই এফআইআর করা হয়েছে। পাশাপাশি সরকারি কর্মীদের কাজে বাধা, তাদের হেনস্থা, গাড়ি ভাঙচুর-সহ সাংবাদমাধ্যমের উপর হামলার অভিযোগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মোট তিনটি মামলা ন্যাজাট থানায় রুজু (ED- FIR) হয়েছে বলে জানিয়েছেন বসিরহাট পুলিশ জেলার সুপার জোবি থামাসকে। অন্তরাল থেকে এদিন এক বার্তায় শাজাহান জানিয়েছেন, সবই বিজেপির চক্রান্ত ও সাজানো চিত্রনাট্য।
আরও পড়ুন- যারা বিপ্লবী সেজে বাংলার বদনাম করতে নেমেছে, ধিক্কার তাদের
সম্প্রতি বসিরহাটে স্টেশন সংলগ্ন মাঠে সভা করে দলবদলু গদ্দার। সেই সভা থেকেই তৃণমূল নেতা শেখ শাজাহানের বিরুদ্ধে নানান উসকানিমূলক মন্তব্য করে হুমকি দেয়। বিক্ষোভকারীদের অভিযোগ, শুভেন্দুর হুমকির কয়েকদিন পর কোনও ওয়ারেন্ট বা কোনও নোটিশ ছাড়াই শুক্রবার সকালে ইডির আধিকারিকেরা সন্দেশখালি ১ নম্বর ব্লকের সরবেড়িয়া-আগারহাটি গ্রাম পঞ্চায়েতের আকুঞ্জিপাড়ায় শেখ শাজাহানের বাড়িতে হাজির হয়। অভিযোগ, সেখানে গিয়েও ইডি আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনী উত্তেজক মন্তব্য ও তৃণমূল নেতার বাড়ির তালা ভাঙে ফলে স্থানীয় মানুষেরা উত্তেজিত হয়ে পড়ে। তাদের দাবি, বিজেপি নেতার হুমকির পরেই ইডি বিনা নোটিশে গ্রামে ঢোকাতেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল। তাদের দাবি, ইডি যদি নির্দিষ্ট পদ্ধতি মেনে আসত তবে এমন ঘটনাই ঘটত না।
*নিয়ম না মানায় ইডির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের কেয়ারটেকারের
*সব বিজেপির চক্রান্ত, অডিও বার্তায় বললেন শেখ শাজাহান। সঠিক সময়ে সত্য সামনে আসবে। সব প্রমাণ হবে
*শাজাহানের বিরুদ্ধে ইডির লুকআউট নোটিশ জারি