সংবাদদাতা, জলপাইগুড়ি : সোমবার জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের শ্রমিক সংগঠনের দখল নিয়ে যে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছিল| সেই ঘটনায় অভিযুক্ত তৃণমুলের এসসি-এসটি সেলের সভাপতি কৃষ্ণ দাসকে অবিলম্বে গ্রেফতার না করা হলে হাসপাতালে সমস্ত কর্মীদের নিয়ে আন্দোলন করা হবে আর সেই আন্দোলনের নেতৃত্ব দেবেন স্বয়ং রাজগঞ্জের বিধায়ক তথা জেলা তৃণমুলের চেয়ারম্যান খগেশ্বর রায়৷ আজ হাসপাতালে আহত কর্মীদের দেখতে এসে তিনি এই মন্তব্য করেন।
আরও পড়ুন-মাদ্রাসায় শিক্ষক নিয়োগ শীঘ্রই
বিধায়ক আরও বলেন, যেখানে দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির ইউনিয়ন রয়েছে সেখানে কোথাকার সারাবাংলা হাসপাতাল অস্থায়ী হাসপাতাল ঠিকা কর্মীদের সংগঠন করবেন কৃষ্ণ দাস নামে একজন। আবার তৃণমুলের নেতা হয়ে হাসপাতালে এসে কর্মীদের মারধর করে তাণ্ডব চালাবেন এটা মানা যায় না৷ আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছি, জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি। অবিলম্বে যদি এই নেতা কৃষ্ণ দাসকে গ্রেফতার করা না হয় তাহলে আইএনটিটিইউসি ও হাসপাতালের কর্মীদের নিয়ে আমি আন্দোলনে নামব। গোটা বিষয়টি নিয়ে তৃণমূল জেলা নেতৃত্ব অত্যন্ত ক্ষুব্ধ। তাই পুলিশে অভিযােগ দায়ের হয়েছে। নেতৃত্বের বক্তব্য, পুলিশ সঠিক পদক্ষেপ করবে বলে তাদের দৃঢ় বিশ্বাস।