মাদ্রাসায় শিক্ষক নিয়োগ শীঘ্রই

সংখ্যালঘুদের উন্নয়নের ক্ষেত্রে বিশেষভাবে ভেবেছেন তিনি। মাদ্রাসার পঠন-পাঠনের দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার।

Must read

প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এসেছে উন্নয়নের জোয়ার। সংখ্যালঘুদের উন্নয়নের ক্ষেত্রে বিশেষভাবে ভেবেছেন তিনি। মাদ্রাসার পঠন-পাঠনের দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। তাই মাদ্রাসায় শিক্ষক পদে নিয়োগের তোড়জোড় শুরু হয়েছে। সোমবার বিধানসভায় মন্ত্রিসভার বৈঠকে মাদ্রাসায় একগুচ্ছ শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হল রাজ্য মন্ত্রিসভায়। ১,৭২৯ শূন্যপদে নিয়োগ হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন-অ্যাডিনো রুখতে ছুটি বাতিল ডাক্তারদের

দোলের ছুটির পর বিজ্ঞাপন দিয়ে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন মন্ত্রী গোলাম রব্বানি। তিনি জানিয়েছেন স্বচ্ছতার সঙ্গে হবে এই নিয়োগ। ইতিমধ্যেই প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ হয়ে গিয়েছে। প্রসঙ্গত, সোমবার মন্ত্রিসভার বৈঠকে সংখ্যালঘুদের ব্যাপারে নজর দেওয়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, আমরা ১২ বছরে সংখ্যালঘুদের জন্য অনেক কাজ করেছি। আগামী দিনে আরও উন্নয়ন হবে। মাদ্রাসায় শিক্ষক নিয়োগের পাশাপাশি কৃষিতে ১২২টি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে নিয়োগ হবে, কোচবিহারে কেএলও ছেড়ে দেওয়া ২ জনকে ও ঝাড়গ্রামে মাওবাদ থেকে মূলস্রোতে ফেরা ২২ জনকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে। পুরুলিয়ায় দুটি একলব্য মডেল স্কুল তৈরি হবে বলেও জানা গিয়েছে।

Latest article