মুম্বই-বেঙ্গালুরু উদয়ন এক্সপ্রেসে (Udyan express) আগুন আতঙ্ক। ট্রেন থেকে বেরোতে থাকে ধোঁয়া। কালো ধোঁয়ায় ছেয়ে যায় স্টেশন চত্বর। শনিবার সকালে মুম্বই-বেঙ্গালুরু উদয়ন এক্সপ্রেসের যাত্রীরা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় দমকলবাহিনী। তবে সেই সময় ট্রেনের কামরাগুলি খালি থাকায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
এদিন সকালে মুম্বই-বেঙ্গালুরু উদয়ন এক্সপ্রেস (Udyan express) বেঙ্গালুরুর সাঙ্গোলি রায়ান্না স্টেশনে পৌঁছনোর পর আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় স্টেশন চত্বর। প্রাণভয়ে হুড়োহুড়ি শুরু করেন যাত্রীরা। দমকলবাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কী কারণে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে রেল সূত্রে খবর। এই সময়কালে পরপর বহু ট্রেনে আগুন লাগার ঘটনা সামনে আসছে। স্বভাবতই এই ঘটনার পর রেলের যাত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
আরও পড়ুন- শিক্ষিত প্রার্থীকে ভোট দেওয়ার সওয়াল করে বরখাস্ত শিক্ষক