বাজি (Crackers) থেকে যতই প্রশাসনের তরফে সাবধান থাকতে বলা হয়, বিপদের অন্ত নেই। চলতি বছর বিহারগামী একটি ট্রেনে বাজি থেকে আগুন ধরে যায়। সোমবার উত্তরপ্রদেশের বেরিলি জংশনে ডিব্রুগড়-লালগড় এক্সপ্রেস (Dibrugarh Lalgarh Express) দাঁড়িয়েছিল এবং হঠাৎ করেই এস ২ কামরায় আগুন ধরে যায়। সিগারেট খাওয়ার সময় কোন কারণে অসাবধান হওয়ার ফলেই ওই কামরায় আগুন ধরে যায়। এভাবে বাজি নিয়ে ট্রেনে ওঠা কতটা যুক্তিপূর্ণ সেই নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে।
আরও পড়ুন-দিনের কবিতা
চিফ ফায়ার অফিসার চন্দ্র মোহন শর্মা এই বিষয়ে জানিয়েছেন, ডিব্রগড়-লালগড় এক্সপ্রেসের জেনারেল কোচে আগুন ধরে যায়। একজন ব্যক্তি ওই কোচে বেআইনিভাবে বাজি নিয়ে যাচ্ছিলেন। সিগারেটের আগুন থেকে আগুন ধরে যায়। আগুন লাগার খবর পাওয়ার পরেই খুব দ্রুত সেটা নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। আগুন যদিও কিছুক্ষণের মধ্য়েই নিয়ন্ত্রণে আসে তবে এই অবস্থায় কোচের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। জানা যাচ্ছে, ঘটনায় একজন জখম হয়েছেন। তার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। বেআইনিভাবে সেই ব্যক্তি কিভাবে বাজি নিয়ে ট্রেনে উঠলেন সেই নিয়ে বিতর্ক তুঙ্গে।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর উদ্যোগ, কালীপুজোয় সবুজ বাজির ৮ হাজার কোটি টাকার ব্যবসা
কিছুদিন আগেই ওড়িশাগামী একটি বাসে আগুন ধরে গিয়েছিল। সেবারও বাসের চালকের কেবিনে বাজি ছিল। একজন মহিলার মৃত্যু হয়। এবার বাজি থেকে আগুন লাগল ট্রেনে। অন্যদিকে বিহারের আরা জেলায় বাজি ফাটাতে গিয়ে বহু শিশু আহত হয়েছে। আপাতত তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসা চলছে।