মুখ্যমন্ত্রীর উদ্যোগ, কালীপুজোয় সবুজ বাজির ৮ হাজার কোটি টাকার ব্যবসা

কালীপুজো যেমন আলোর উৎসব, তেমনই বাজিরও উৎসব। শব্দবাজি নিয়ে নানা বাধানিষেধ থাকলেও, আতশবাজি নিয়ে কোনও আপত্তি নেই।

Must read

প্রতিবেদন : কালীপুজো যেমন আলোর উৎসব, তেমনই বাজিরও উৎসব। শব্দবাজি নিয়ে নানা বাধানিষেধ থাকলেও, আতশবাজি নিয়ে কোনও আপত্তি নেই। এবার সেই আতশবাজিতেই হল লক্ষ্মীলাভ। দুর্গাপুজোর পর কালীপুজোতেও বিশাল অঙ্কের ব্যবসা হল বাংলায়। সৌজন্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর কল্যাণে বাংলায় এবার সবুজ বাজির পশরা বসেছিল।

আরও পড়ুন-ভোরের নমাজে যাওয়ার পথে গুলি, পরিকল্পনা করেই সিপিএম হার্মাদরা খুন করল সইফুদ্দিনকে

সবুজ আতশবাজির সেই ব্যবসা এবার পৌঁছে গেল ৮ হাজার কোটিতে। সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায় বলেন, মৃতপ্রায় বাজি শিল্পে পুনরায় প্রাণপ্রতিষ্ঠা হয়েছে বাঙলার মা মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা ও আশীর্বাদে। তাঁর সৌজন্যে এবার বাংলায় প্রায় ৮ হাজার কোটি টাকার সবুজ আতশবাজির ব্যবসা হয়েছে। আগামী বছর ২০ হাজার কোটি টাকার ব্যবসা করবে বাংলার আতশবাজি শিল্প। এর আগে দুর্গাপুজোয় ৭২ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছিল বলে সমীক্ষা রিপোর্টে জানানো হয়। সেই রিপোর্ট তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বাংলার দুর্গাপুজোকে ঘিরে একদিকে প্রচুর মানুষের কর্মসংস্থান হয়। আর একদিকে ব্যবসা হয়। এবার তা সব রেকর্ড ছাড়িয়ে যায়। দুর্গাপুজোয় কত টাকার ব্যবসা হয়েছে, ব্রিটিশ কাউন্সিলের সমীক্ষার তথ্য সামনে নিয়ে এসে জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-বহু জেলায় নতুন মুখ, সঙ্গে ৪ রাজ্য সম্পাদক, নদিয়ার সভানেত্রী মহুয়া মৈত্র

দুর্গাপুজোর পর কালীপুজোয় রাজ্য প্রশাসনের উদ্যোগে এবং সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির সহযোগিতায় কলকাতা, হাওড়া-সহ বিভিন্ন জেলায় বাজি মেলা বসেছিল এবার। সেখান থেকে এবার দারুণ সাড়া মিলেছে ব্যবসায়ীদের। শব্দবাজির উপর নিষেধাজ্ঞা সত্ত্বেও শুধু সবুজ আতশবাজিই এবার বাংলায় চুটিয়ে ব্যবসা করেছে। এখানে উল্লেখ্য, মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, বাংলায় সবুজ বাজির ক্লাস্টার তৈরি করা হবে। তার আগে বিপুল সাফল্যের মুখ দেখল সবুজ বাজিশিল্প।

Latest article