সোমবার বিকেলে উত্তর প্রদেশের (Uttar Pradesh) ঝাঁসি (Jhansi) জেলায় ঝাঁসি জেলার সিপরি বাজার এলাকার চারতলা বিল্ডিংয়ে ইলেকট্রনিক্সের শোরুম থেকে রয়েছে খেলার সরঞ্জামের দোকান। এছাড়া সেখানে বেশ কিছু বেসরকারি অফিস চলে। হঠাৎ ভয়াবহ আগুন লেগে গেল। দাহ্য বস্তু প্রচুর পরিমান মজুত থাকায় পরপর দোকান, শোরুম, অফিসে ছড়িয়ে পড়ল আগুন। ওই অবস্থায় ওই বিল্ডিংয়ে আটকে পড়েন বেশ কিছু মানুষ।
আরও পড়ুন-কলকাতায় এসি মার্কেটে কাপড়ের দোকানে ভয়াবহ আগুন
খুব সহজে আগুন নেভেনি। ১০ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয় আগুন। তবু শেষ রক্ষা হয়নি। আগুনে পুড়ে মৃত্যু হয় এক মহিলা সহ মোট চারজনের। অগ্নিদ্বগ্ধ হয়েছেন আরও বেশ কয়েকজন। এই অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হঠাৎ এই অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়ে গিয়েছে।
আরও পড়ুন-কোর্টের চার ধাক্কায় চক্রান্তকারীরা দুরমুশ, রাজনীতির হাতিয়ার হতে পারে না আদালত, বললেন বিচারপতি
বিল্ডিংয়ের প্রথম তলায় ইলেকট্রনিক শোরুম ছিল। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। শোরুমে থাকা টিভি, ফ্রিজ সহ অন্যান্য় ইলেকট্রনিক বস্তু পুড়ে গিয়েছে। ছোটখাটো বিস্ফোরণ হয়। তখন বিল্ডিংয়ের অধিকাংশ দোকান-পাট খোলা ছিল। এই কারণেই বহু মানুষ ভিতরে আটকে পড়েন।