কেমিক্যাল বায়োলজিতে ভয়াবহ আগুন

এবার আইআইসিবি বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি বিল্ডিং-এ। শুক্রবার আগুন লেগেছিল ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে।

Must read

প্রতিবেদন : আবার আগুন যাদবপুরে। এবার আইআইসিবি বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি বিল্ডিং-এ। শুক্রবার আগুন লেগেছিল ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সোমবার দুপুর পৌনে একটা নাগাদ হঠাৎই কালো ধোঁয়া বের হতে দেখা যায় আইআইসিবি বিল্ডিং থেকে। ভিতর থেকে ভেসে আসে বিস্ফোরণের শব্দ। নিমেষের মধ্যেই ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা।

আরও পড়ুন-বিরল কচ্ছপ উদ্ধার

প্রথমে ছুটে আসে দমকলের ৪টি ইঞ্জিন। পরে তা বেড়ে দাঁড়ায় ১২। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন দমকলকর্মীরা। আগুন আয়ত্তে আনার চেষ্টা করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান দমকলমন্ত্রী সুজিত বসু। আগুন নেভানোর কাজে তদারকি শুরু করেন। যাদবপুর থানা থেকে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশবাহিনীও। বেশ কয়েকজন কর্মীকে উদ্ধার করা হলেও ভেতরে কেউ আটকে আছে কি না তা খতিয়ে দেখতে জীবনের ঝুঁকি নিয়ে তল্লাশি শুরু করে দমকলবাহিনী। কিন্তু বিষাক্ত ধোঁয়ায় সকলেরই চোখ জ্বালা শুরু হওয়ায় কাজে কিছুটা সমস্যা হয়। গবেষণাগারে প্রচুর পরিমাণে রাসায়নিক পদার্থ মজুত থাকার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়।

Latest article