শুক্রবার সকাল ৭টা নাগাদ বৌবাজারের (bowbazar- fire) বহুতলে আগুন। বহুতলের বেসমেন্টে রাসায়নিকের গুদামে হঠাৎই আগুন লাগে। সংলগ্ন একটি দোকানেও আগুন (bowbazar- fire) ছড়িয়েছে বলে খবর। এই ঘটনায় গুদামের উপরের তলায় থাকা ফ্ল্যাটের আবাসিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। তবে ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত বহুতলটিতে আগুন লাগায় তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল আধিকারিকদের। আগুন নিয়ন্ত্রণে আনতে যুদ্ধকালীন তৎপরতায় এখনও পর্যন্ত ৩টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে। সেখানে মূলত আঠা তৈরির রাসায়নিক রাখা ছিল বলে জানা গিয়েছে। আগুনের কারণে একের পর এক রাসয়নিকের ড্রাম ফাটতে থাকায় এলাকায় আতঙ্ক তৈরি হয়। এই বহুতলটির বেসমেন্টে রয়েছে রাসায়নিকের গুদাম সহ একাধিক অফিস। উপরের তলায় রয়েছে আবাসন। সেখানে আবাসিকরা রয়েছেন। সাততলা ভবনের বেসমেন্টে রয়েছে গুদাম। সেখানে রাখা রয়েছে রাসায়নিকের ড্রাম। অগ্নিকাণ্ডের জেরে দাহ্য পদার্থগুলিতে সেখানে একের পর এক বিস্ফোরণ ঘটছে। সেকারণে গুদামের ভেতর ঢুকতে পারছেন না দমকলকর্মীরাও। এদিকে ওই বেসমেন্টে ঢোকার ও বেরনোর পথ একটিই। সেটি বন্ধ থাকায় পিছনের একটি গেট কেটে আপাতত ব্যবস্থা করা হয়েছে। আপাতত বেসমেন্টে ঢুকে আগুনের উৎস খোঁজার চেষ্টা চলছে বলে জানিয়েছেন দমকলকর্মীরা।