উৎসবের মেজাজে, সবুজ আবির উড়িয়ে বোর্ড গঠন

বৃহস্পতিবার সকাল থেকেই জেলা জুড়ে বোর্ড গঠন নিয়ে তৎপর ছিল প্রশাসন। প্রতিটি পঞ্চায়েত অফিসের সামনে ১৪৪ ধারা জারি ছিল।

Must read

সংবাদদাতা, পুরুলিয়া : গ্রাম পঞ্চায়েত স্তরের বোর্ড গঠনের দিন ৮৫টি পঞ্চায়েতের বোর্ড গঠন হয়। তৃণমূল এককভাবে বোর্ড গড়ে ৭২টিতে। যেখানে তৃণমূল বোর্ড গড়ে, সেখানে উড়ল সবুজ আবির। যেখানে বিরোধীরা বোর্ড গড়ে, সেখানেও আবির ওড়ে। লক্ষণীয় বিষয় হল, বিধানসভা নির্বাচনে যে এলাকাগুলিতে বিজেপি জয়ী হয়, সেখানেও বিজেপি কর্মীদের দেখা মেলেনি। তৃণমূল ছাড়া অন্য কোনও দল এককভাবে বোর্ড গঠন করতেও পারেনি। নির্দল, বিজেপি, কংগ্রেস বামেদের মিলেমিশে জগাখিচুড়ি বোর্ড করতে হয়েছে।

আরও পড়ুন-খনি অঞ্চলে ১৪ পঞ্চায়েতে বোর্ড গড়ল তৃণমূল কংগ্রেস

বৃহস্পতিবার সকাল থেকেই জেলা জুড়ে বোর্ড গঠন নিয়ে তৎপর ছিল প্রশাসন। প্রতিটি পঞ্চায়েত অফিসের সামনে ১৪৪ ধারা জারি ছিল। বোর্ড গঠনের সভায় নির্বাচিত সদস্য ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয়নি। পুঞ্চায় বাগদা ও পুঞ্চা পঞ্চায়েতের বোর্ড গঠনে উপস্থিত ছিলেন বিদায়ী জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘মা-মাটি-মানুষের পক্ষে রায় দিয়েছেন মানুষ, বোর্ড গঠনের সময় দলীয় সদস্যরা তেমনই শৃঙ্খলাবোধের পরিচয় দিয়েছেন। জেলা থেকে প্রধান ও উপপ্রধানের নাম মুখবন্ধ খামে এসেছিল। সবাই দলীয় সিদ্ধান্ত মেনে নেন। কোথাও ভোটাভুটির দরকার হয়নি।’’ পুরুলিয়া ১ ব্লকের সোনাইজুড়ি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের পর মিছিল করে তৃণমূল।

Latest article