শনিবার রাতের শহরে মধ্য কলকাতার এলিয়ট রোডের (Eliot Road) একটি গোডাউনে বিধ্বংসী আগুন লেগেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। কিন্তু, আগুন খুব দ্রুত আশপাশে ছড়াতে শুরু করে তাই দমকলের আরও ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছিল পুলিশ। এই ঘটনার ফলে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে বলে জানানো হয়েছে দমকলের তরফে। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু।
আরও পড়ুন-দিল্লি চলো
২১ নম্বর এলিয়ট রোডের ওই গোডাউনে পারফিউম, চিপস এবং চকোলেট ছিল। শনিবার রাত ৯টা নাগাদ হঠাৎ করেই গোডাউনের ভিতর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। দমকলে খবর দেওয়া হয়। দমকলের ১৫টি ইঞ্জিনের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন-আলোকিত তিন
গোডাউনটিতে কী থেকে আগুন লাগে সেটা যদিও এখনও জানা যায়নি। অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। গোডাউনে পারফিউমের মতো দাহ্য পদার্থ প্রচুর পরিমাণে ছিল তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। হতাহতের কোনও খবর নেই যদিও।