চলন্ত ফলকনামা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, আতঙ্ক

Must read

শুক্রবার হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেসের (Falaknuma Express) এসি কামরায় আগুন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ট্রেন সেকেন্দ্রাবাদ স্টেশনে প্রবেশের আগেই আগুন লাগে। আতঙ্কে চলন্ত ট্রেন থেকেই লাফ দিয়ে নেমে পড়তে বাধ্য হন যাত্রীরা। রেলসূত্রে খবর সেকেন্দ্রাবাদ স্টেশনে প্রবেশের মিনিট খানেক মতো বাকি ছিল তখন। স্বাভাবিক ভাবেই গন্তব্য চলে আসায় যাত্রীরা নামার তোড়জোড় করছিলেন। আচমকাই এসি কম্পার্টমেন্ট থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ট্রেন (Falaknuma Express) তখনও ছুটছে। যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। চেন টেনে ট্রেন দাঁড় করান যাত্রীরা। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের ইঞ্জিনিয়াররাও। জোরকদমে আগুন নেভানোর কাজ চলছে। যাত্রীদের নিরাপদে কম্পার্টমেন্ট থেকে বাইরে আনা হয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর না থাকলেও আতঙ্কে অনেকেই অসুস্থ হয়ে পড়েন বলে খবর। যান্ত্রিক ত্রুটির কারণেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। খতিয়ে দেখছেন রেল আধিকারিকরা।

আরও পড়ুন: ৩২ হাজার শিক্ষক নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে জয় রাজ্যের, জোর ধাক্কা বিরোধীদের

Latest article