সংবাদদাতা, হাবড়া : ভয়াবহ অগ্নিকাণ্ড হাবড়ার (Habra- Fire) রেল বস্তিতে। হাবড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের এসও পাম্পের পিছনে রেল বস্তিতে প্রায় ৫০টি ঘর ভস্মীভূত হয়ে যায়। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। আগুনের খবর পেয়েই ঘটনাস্থলে যান হাবড়ার বিধায়ক তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি নিজে দাঁড়িয়ে থেকে আগুন নেভানোর কাজের তদারকি করেন। তিনি বলেন, ১৪ থেকে ২০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বস্তিবাসীদের হাবড়া পুরসভার উদ্যোগে মডেল স্কুলে আশ্রয় দেওয়া হয়েছে। তাঁদের খাওয়াদাওয়া, কম্বল ও পোশাকের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পুরসভার উদ্যোগে টিন ও বেড়া দিয়ে তৈরি করে দেওয়া হবে। দমকলের চারটি ইঞ্জিন এলেও রাস্তা না থাকায় একটি ইঞ্জিন কাজ করে। প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন (Habra- Fire) নিয়ন্ত্রণে আসে। দমকলের সঙ্গে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগায়। বস্তি এলাকায় ঘিঞ্জি হওয়ার কারণে একের পর এক বাড়ি ভস্মীভূত হয়ে যায়। আগুনে ভয়াবহতায় নিরাপত্তার কারণে শিয়ালদহ বনগাঁ শাখায় বেশ কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। তবে কী কারণে আগুন লেগেছে সে বিষয়টি জানা যায়নি। প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকে আগুন। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন-আরও কি মর্মান্তিক কিছু আছে? শুভেন্দুর ‘ডিসেম্বর ধামাকা’ নিয়ে মুখ খুললেন অভিষেক