আরও কি মর্মান্তিক কিছু আছে? শুভেন্দুর ‘ডিসেম্বর ধামাকা’ নিয়ে মুখ খুললেন অভিষেক

Must read

বিরোধী দলনেতার কম্বল বিতরণ অনুষ্ঠানে চরম অব্যবস্থা এবং বিশৃঙ্খলায় পরিণতিতে পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন এক শিশু-সহ ৩জন। আহত অন্তত ৮। বুধবার সন্ধেয় আসানসোল উত্তর থানা এলাকার এই অনুষ্ঠানের কোনও অনুমতি ছিল না বলে জানিয়েছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনা নিয়ে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করে টুইট করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুভেন্দুর ‘ডিসেম্বর ধামাকা’ নিয়ে তীব্র কটাক্ষ করেন তিনি।

আরও পড়ুন-‘সুপার হিট’ হাওড়া তারামণ্ডল, রেকর্ড টিকিট বিক্রি

নিজের টুইটার হ্যান্ডেলে অভিষেক (Abhishek Banerjee) লেখেন,
“শুভেন্দু আমাদের ১২, ১৪ ও ২১ তারিখ ‘ডিসেম্বর ধামাকা’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
এটি এইভাবে হয়েছে:
•১২ ডিসেম্বর – সিবিআই হেফাজতে লালন শেখকে মৃত অবস্থায় পাওয়া গেল।
• ১৪ ডিসেম্বর- আসানসোলে তাঁর তৈরি বিশৃঙ্খলার কারণে ৩জন নিরাপরাধ মানুষ প্রাণ হারালেন।
• ২১ ডিসেম্বরের জন্য আরও কি মর্মান্তিক কিছু আছে?”

আসানসোল পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডের ওই অনুষ্ঠান বিজেপি (BJP) কাউন্সিলর জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারির উদ্যোগে হয়। ছোট্ট মাঠে ৫ হাজার জনকে কম্বল বিতরণ করা হবে উদ্যোক্তাদের পক্ষ থেকে ঘোষণা করা হয়। ফলে উপচে পড়ে ভিড়। বিপত্তির শুরু সেখানেই। এই ঘটনার জন্য শুভেন্দুকে সরাসরি দায়ী করেছে তৃণমূল। অল্প জায়গায় লোভ দেখিয়ে প্রচুর গরিব নিরীহ নিরপরাধ মানুষকে টেনে আনার ফলেই এই মর্মান্তিক কাণ্ড বলে অভিযোগ। পুলিশের অনুমতি থাকলে সেখানে পুলিশকর্মীরা থাকতেন। ফলে এমন দুর্ঘটনা এড়ানো যেত বলেই মনে করছেন অনেকে। আর এর সঙ্গে যোগ হয়েছে, শুভেন্দু অধিকারীর দেওয়া ‘ডিসেম্বর ধামাকা’ আর বিভিন্ন তারিখের নিদান। তাঁর দেওয়া দুটো তারিখেই পরপর মৃত্যুর ঘটনা ঘটল। এই বিষয় নিয়েই তাঁর বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক। তবে বিজেপি নেতৃত্ব এই বিষয়টা নিয়ে মুখে কুলুপ এঁটেছে।

Latest article