‘সুপার হিট’ হাওড়া তারামণ্ডল, রেকর্ড টিকিট বিক্রি

Must read

সংবাদদাতা, হাওড়া : হাওড়া কর্পোরেশনের উদ্যোগে দেশের মধ্যে প্রথম চালু হওয়া থ্রি-ডি তারামণ্ডল (3D Taramandal Howrah) উদ্বোধনেই ‘সুপার হিট’। প্রথম ১০ দিন প্রতিটি শো’ই হাউসফুল। শুধু হাওড়াই নয়, আশপাশের জেলা থেকেও বহু মানুষ হাওড়া তারামণ্ডলে আসছেন ত্রিমাত্রিক ছবির মাধ্যমে ‘আকাশ’ দেখতে। এই ক’দিনেই জেলার পর্যটন তালিকাতেও নাম ঢুকে গেছে হাওড়া তারামণ্ডলের। ১২ তারিখ পর্যন্ত (১০ দিনে) এখানে টিকিট বিক্রিবাবদ হাওড়া কর্পোরেশনের আয় হয়েছে প্রায় ৩ লাখ টাকা। আপাতত বিকেল ৩টে, ৪টে ও ৫টায় তিনটি করে শো হচ্ছে। প্রতিদিনই মানুষের ভিড় ক্রমশ বাড়ছে। ভিড় সামলাতে প্রায়শই পুলিশ এসে লাইন নিয়ন্ত্রণ করছে। দর্শকদের এত ভিড় দেখে শোয়ের সংখ্যা বাড়ানোর চিন্তাভাবনা করছে হাওড়া কর্পোরেশন। ১৪ কোটি টাকা ব্যয়ে হাওড়া কর্পোরেশনের উদ্যোগে শরৎসদন প্রাঙ্গণে দেশের মধ্যে প্রথম তৈরি হয়েছে এই থ্রি-ডি তারামণ্ডল (3D Taramandal Howrah)। টিকিটের মূল্য ধার্য হয়েছে বড়দের ১২০ টাকা। স্কুল পড়ুয়াদের টিকিটের দাম ৭০ টাকা। আসন আছে ৯৫টি। উদ্বোধনের দিন থেকেই প্রতিটি শোয়েই সব আসন ভর্তি হয়ে যাচ্ছে। হাওড়া মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী জানান, ‍‘‘উদ্বোধনের দিন থেকেই এই তারামণ্ডলকে ঘিরে মানুষের উৎসাহ তুঙ্গে। দেশের মধ্যে প্রথম হাওড়াতেই এই থ্রি-ডি তারামণ্ডল তৈরি হল। যেভাবে তারামণ্ডলের জনপ্রিয়তা বাড়ছে তাতে শীঘ্রই আমরা শোয়ের সংখ্যা বাড়াব।’’

আরও পড়ুন-পাহাড়ে পর্যটন উৎসব

Latest article