পাহাড়ে পর্যটন উৎসব

Must read

সংবাদাতা, দার্জিলিং : উৎসবের মরশুমে পর্যটকদের জন্য সুখবর। শৈলশহর দার্জিলিংয়ে হতে চলেছে পর্যটন উৎসব (Darjeeling Tourism festival)। ক্রিসমাস ও নিউ ইয়ারকে সামনে রেখেই রাজ্য সরকারের সহযোগিতায় দার্জিলিং ট্যুরিজম ফেস্টিভ্যাল আয়োজন করছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)। আগামী ২৮ ডিসেম্বর ম্যালে শুরু হবে দার্জিলিং ট্যুরিজম ফেস্টিভ্যাল (Darjeeling Tourism festival)। টানা চারদিন ম্যালেই ৩১ ডিসেম্বর পর্যন্ত। এমনিতেই শীতে পাহাড়কে উপভোগ করতে দার্জিলিংয়ে হাজির হয়েছেন প্রচুর পর্যটক। তার মধ্যেই উৎসবের খবর পেয়ে অনেকেই ফেরার টিকিট বাতিল করেছেন। বাড়িয়ে নিয়েছেন হোটেলে থাকার সময়সীমা। এর ফলে আগামী এক মাস পর্যন্ত প্রায় সমস্ত হোটেলই সোল্ড আউট। এই বিষয়ে জিটিএর চিফ এক্সিকিউটিভ অফিসার অনিত থাপা জানান, দার্জিলিং ট্যুরিজম ফেস্টিভ্যালের প্রস্তুতির কাজ আমরা শুরু করে দিয়েছি। ফেস্টিভ্যালের চার দিন নানা সংস্কৃতি অনুষ্ঠানে মেতে উঠবে পাহাড়বাসী। পাশাপাশি দার্জিলিঙে আসা পর্যটকদের কথা মাথায় রেখে বিভিন্ন ট্যুরিজম ডেস্টিনেশনগুলিতেও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে পাহাড় জুড়ে বিভিন্ন জায়গায় হোর্ডিং ও ফ্লেক্স লাগানো হয়েছে।

আরও পড়ুন-মাছ বেচা ও পঞ্চায়েতের কাজ, দুই-ই সামলান হারাধন

Latest article