বিজেপি বাতিলের খাতায় চলে গিয়েছে

Must read

সংবাদদাতা, মালদহ : কোনও উন্নয়নের ভাবনা নেই বিজেপি দলটির। সদস্যদের মধ্যেও সমন্বয়ের অভাব। আর এক নেতা রয়েছেন দলে যিনি পচা আলু আর কানা বেগুনের সমান। দলে পচন ধরাচ্ছেন এলাকায়। মালদহের সাংগঠনিক সভায় এভাবেই নাম না করে বিরোধী দলনেতাকে বিঁধলেন তৃণমূল কংগ্রেসের (TMC-Maldah) মালদহ জেলাসভাপতি আবদুর রহিম বক্সি। পাশাপাশি রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরির আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা বলেও তীব্র কটাক্ষ করেন তিনি। বলেন, এই কারণেই মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে দলটি। একেবারে বাতিলের খাতায় চলে গিয়েছে বিজেপি। এদিনের সভায় জেলার ১৫টি ব্লকের তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। ছিলেন বিধায়ক সাবিত্রী মিত্র, সভাধিপতি এ টি এম রফিকুল হোসেন, কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি প্রমুখ। এই সভায় আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে রূপরেখা তৈরি করা হয়। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের অঞ্চল কমিটি ও বুথ কমিটি গঠন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই সাংগঠনিক সভায় জেলার (TMC-Maldah) ১৫টি ব্লকের দলীয় পদাধিকারীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এ বিষয়ে মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবদুর রহিম বক্সি জানান, আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচন নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন-সমুদ্র-ভাঙন ঠেকাবে আধুনিক প্রযুক্তি হবে ড্রেজিংও জানালেন সেচমন্ত্রী

Latest article