আজ ভোররাতে মুম্বইয়ের (Mumbai) গোরেগাওঁ এলাকার এক বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। অন্তত ৪০ জন আহত হয়েছে বলে এখনও পর্যন্ত খবর। দু’জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আহতদের মধ্যে ২৫ জনকে এইচবিটি ট্রমা কেয়ার হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ১৫ জনকে কুপার হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন-ঘুষ নিয়ে আইনসভায় বক্তৃতা ও ভোট, সাংসদ-বিধায়কদের বিরুদ্ধে রায় ‘সংরক্ষিত’ শীর্ষ আদালতে
সূত্রের খবর, পশ্চিম মুম্বইয়ের গোরেগাওঁ এলাকার এমজি রোডে এক বহুতলে ভোররাত ৩টে ৫ মিনিটে আগুন লাগে। ভবনটির নাম জয় ভবানী বিল্ডিং। আধিকারিকরা এই বিষয়ে জানিয়েছেন, ভোররাতে আগুন লেগে নীচের তলার দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। বিল্ডিংয়ের নীচে একাধিক গাড়িতেও আগুন লেগে যায়। জানা যায়, ওপরের তলায় বহু মানুষ আটকে পড়ে।
আরও পড়ুন-আজ ইডির কাছে যাবেন না রণবীর
মুম্বইয়ের দমকল অধিকর্তা রবীন্দ্র অম্বুলগেকর এই বিষয়ে জানান, ২০০৬ সালে বস্তি পুনর্বাসন প্রকল্পের আওতায় এই জয় ভবানী বিল্ডিংটি তৈরি করা হয়েছিল। এতে আগুন নেভানোর কোনও ব্যবস্থা ছিল না। ভবনের লিফ্ট বহু পুরনো। এই লিফটের ডাক্ট দিয়েই ওপরের তলাগুলিতে বিষাক্ত ধোঁয়া পৌঁছে যায়। এর ফলে অনেকে অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৮টি ইঞ্জিন। অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারী গাড়ি গিয়ে পৌঁছায় সেখানে।
আরও পড়ুন-যশস্বীদের সামনে আজ বাংলাদেশ, এশিয়ান গেমস ক্রিকেট
সকাল ৬টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাদের চিকিৎসা চলছে। সাতজনের মৃতদেহ উদ্ধার করে দমকল। ঘটনাস্থলে আসেন ডেপুটি চিফ ফায়ার অফিসার, ডিস্ট্রিক্ট ফায়ার অফিসার, অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ফায়ার অফিসার, তিনজন সিনিয়র স্টেশন অফিসার এবং তিনজন স্টেশন অফিসার। যদিও হঠাৎ এই অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে।
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…