আজ ইডির কাছে যাবেন না রণবীর

Must read

প্রতিবেদন : কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডাকে যেতে পারছেন না বলে জানিয়েছেন বলিউডের অভিনেতা রণবীর কাপুর। মহাদেব অনলাইন গেমিং অ্যাপের গড়াপেটা-কাণ্ডে ইডি তলব করেছিল তাঁকে। বুধবার সেই খবর প্রকাশ্যে আসে। ইডির পাঠানো সমনে বলা হয় ৬ অক্টোবর তাঁকে দফতরে হাজিরা দিতে হবে। প্রথমে এই নিয়ে কোনও কথা না বললেও বৃহস্পতিবার মুখ খোলেন ঋষি-পুত্র। জানিয়ে দেন, শুক্রবার ইডি দফতরে হাজিরা দিতে পারবেন না। পাশাপাশি দু’সপ্তাহ সময় চেয়ে নিয়েছেন অভিনেতা।

আরও পড়ুন-ইডি-সিবিআইকে তীব্র ভর্ৎসনা কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের ‘মামলা দু’মিনিটেই মুখ থুবড়ে পড়বে’

চলতি বছরেই সংযুক্ত আরব আমিরশাহিতে বিয়ে করেন মহাদেব অনলাইন গেমিং অ্যাপে প্রচারক সৌরভ চন্দ্রকর। গত ফেব্রুয়ারিতে তাঁর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বলিউড তারকা। প্রায় ২০০ কোটি টাকা বাজেট রাখা হয়েছিল এই বিবাহ অনুষ্ঠানে। যেখানে হাজির ছিলেন বলিউডের বড় বড় নাম। গায়ক আতিফ আসলাম, রাহত ফতেহ আলি খান, বিশাল দাদলানি, সুখবিন্দর সিং, নেহা কক্কর, টাইগার শ্রফ, এলি আব্রাম, সানি লিওনি, ভাগ্যশ্রী, পুলকিত সম্রাট, কৃতি খরবান্দা, নুসরত ভারুচার মতো অভিনেতার নাম আছে সেই তালিকায়। ইডির স্ক্যানারে রয়েছেন কৌতুকাভিনেতা ভারতী সিংহ, কৃষ্ণা অভিষেকও। এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকার কারণেই রণবীরকে তলব করা হয়েছে। জানা গিয়েছে, বিপুল পরিমাণ অর্থ নিয়েছিলেন রণবীর কাপুর।

Latest article