ঝুপড়িতে বিধ্বংসী আগুনে মৃত্যু বাবা ও মেয়ের

ঘটনাস্থলে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে একটি ইঞ্জিন ও তমলুক দমকল দফতর থেকে কয়েকটি ইঞ্জিন এসেছে আগুন নিয়ন্ত্রণে আনে

Must read

সংবাদদাতা, মেছেদা : মেছেদা বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড। ঘটনায় মৃত বাবা ও মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে প্রকাশ, বুধবার ভোর নাগাদ মেছেদা রেল ব্রিজের নিচে একটি বস্তিতে ভয়াবহ আগুন লাগে। ১৫টি বাড়ি সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুনের আটকে মৃত্যু হয় বাবা ও মেয়ের। আহত হয়েছে বেশ কয়েকজন। ঘটনাস্থলে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে একটি ইঞ্জিন ও তমলুক দমকল দফতর থেকে কয়েকটি ইঞ্জিন এসেছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন-উদ্যোগ রাজ্য সরকারের, এসএসকেএমে স্পোর্টস মেডিসিনের চিকিৎসা

তবে আগুনের তীব্রতা এতটাই ছিল যে তা দ্রুত ছড়িয়ে পড়ে। ভোররাত হওয়ায় তখন বেশিরভাগ লোকই ঘুমে আচ্ছন্ন ছিল। একটি বাড়ির মধ্যে আটকে পড়ে বাবা ও মেয়ে। আগুনে পুড়ে মৃত্যু হয় দু’জনেরই। দমকল মৃতদেহ উদ্ধার করেছে। আহতদের তমলুক মেডিক্যাল কলেজে পাঠানো হয়। কোলাঘাট থানার ওসি ইমরান মোল্লা বলেন, “আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।” স্থানীয় বাসিন্দা চণ্ডীচরণ বেরা, শ্যামল সাহু বলেন, “ভোরবেলা বস্তির লোকেরা কাজে যাওয়ার আগে রান্নাবান্না করেন। সম্ভবত এক মহিলা কাজে যাওয়ার আগে রান্না করে চলে যান। রান্নার সেই আগুন থেকে অগ্নিকাণ্ড ঘটেছে বলে মনে হচ্ছে।

Latest article