সংবাদদাতা, পেট্রাপোল : শুক্রবার গভীর রাতে পেট্রাপোল সীমান্তের (Petrapole Border) পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা তিনটি গাড়িতে আচমকা আগুন লাগে। কর্তব্যরত বিএসএফ জওয়ানের নজরে আসায় প্রশাসন ও দমকলে খবর যায়। দ্রুত তৎপরতার সঙ্গে বড়সড় ক্ষতি থেকে মেলে রেহাই। প্রথমে একটি ব্লিচিং বোঝাই গাড়ি থেকে আগুন লেগে তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আরও দুটি গাড়িতে। খবর যায় পেট্রাপোল থানা ও দমকল দফতরে। তাদের তৎপরতায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার সময় ওই পার্কিং (Petrapole Border) লটে প্রায় শতাধিক পণ্যবোঝাই গাড়ি দাঁড়িয়ে ছিল। গাড়িগুলোয় চালক না থাকায় পাশের গাড়িগুলোকে সরাতে বেগ পেতে হয়। তবে বড়সড় বিপদ থেকে রক্ষা পায় অন্য গাড়িগুলো। প্রাথমিক অনুমান, ট্রাকে ব্লিচিং থাকায় এবং বৃষ্টি হওয়ায় ওই গাড়িটিতে আগুন ধরে যায়। ক্লিয়ারিং এজেন্টদের সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, অভিজ্ঞতায় দেখা গিয়েছে ব্লিচিং বোঝাই গাড়িগুলিতে আগুল লাগার কারণ ব্লিচিং পাউডার এখন টিনের কন্টেনারের বদলে থাকে বস্তায়। ফলে জলের সংস্পর্শে এলে আগুন লাগারও সম্ভাবনা বেড়ে যায়। শনিবার ভোর হওয়ার আগে ওই গাড়ির ক্ষেত্রে হয়তো সেটাই ঘটেছে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে তুলো বোঝাই গাড়িতে।
আরও পড়ুন: খেতমজুর সংগঠনের কার্যালয় উদ্বোধন করে রাজ্য সভাপতির ঘোষণা: কৃষকদের প্রকৃত বন্ধু তৃণমূল