বুর্জ খলিফা (Burj Khalifa) চত্বরে আগুন লাগল। পৃথিবীর দীর্ঘতম বহুতলের কাছে আছে এমার (Emaar) নামে ৩৫তলা একটি বহুতল। আর সেখানেই হঠাৎ করে আগুন লাগে। যদিও এই ঘটনায় হতাহতের খবর নেই। আগুন নিভিয়ে ফেলা হয়েছে খুব তাড়াতাড়ি। আগুন নেভানোর পরে এমার বিল্ডিংয়ে পোড়া দাগ রয়েছে। দুবাইয়ের (Dubai) ৮, বুলেভার্ড ওয়াক রাস্তায় পর পর অনেকগুলো বহুতল রয়েছে। এমার তাদের অন্যতম। আগুন যে এক বহুতল থেকে অন্য বহুতলে ছড়িয়ে যায়নি সেটাই অনেক।
আরও পড়ুন-কালীঘাটের বাড়ির বাইরে জনসমুদ্র, জন্মদিনে বাড়ির বাইরে এসে সকলকে ধন্যবাদ অভিষেকের
সূত্রের খবর, দুবাইয়ের পুলিশ এবং সিভিল ডিফেন্স প্রথমে অগ্নিকাণ্ডের কথা জানাতে চায়নি। এমার বহুতল কর্তৃপক্ষও কোনও মন্তব্য করতে চায়নি। আকাশছোঁয়া বহুতলে ভর্তি দুবাই। খুব অল্প দিনের মধ্যেই বেশ কয়েকবার আগুন লাগার ঘটনা ঘটেছে। স্বভাবতই প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। বহুতলগুলির আবরণী কী দিয়ে তৈরি সেই নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে।