অনলাইনে মিলবে দাবানলের সংকেত

Must read

প্রতিবেদন : তীব্র গরম ও সাম্প্রতিক অনাবৃষ্টির কারণে বনাঞ্চলে দাবানলের (Wildfire) আশঙ্কা বাড়ছে। এই পরিস্থিতির মোকাবিলায় বন দফতর ২৪ ঘণ্টা প্রযুক্তি নির্ভর নজরদারির সিদ্ধান্ত নিয়েছে। আগামী দিনে যাতে অনলাইনেই দাবানলের (Wildfire) বিপদ সংকেত পাওয়া যায় সেই পরিকাঠামোও তৈরি করা হচ্ছে বলে বনদফতর সূত্রে জানা গেছে। বনাঞ্চলের বাসিন্দা, বন্যপ্রাণী ও বনজ সম্পদের সামান্যতম ক্ষতি যাতে রোখা যায়, সে-কারণেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার শক্তিশালী উপগ্রহের মাধ্যমে এধরনের ঘটনার ছবি তুলে রাজ্যের সব ডিএফও-দের কাছে পাঠিয়ে দেয়। যাতে এই ধরনের ঘটনার খবর আরও দ্রুত ও যথাযথ ভাবে পাওয়া যায় সেজন্য প্রযুক্তি ঢেলে সাজানো হচ্ছে। একই সঙ্গে এফএসআইয়ের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখা হচ্ছে। এজন্য বনদফতর একটি বিশেষ সেলও তৈরি করেছে, যা ২৪ ঘণ্টা সচল থাকবে। ওই পরিচালনার জন্য নোডাল অফিসারদের নিয়োগ করা হয়েছে। এর পাশাপাশি মনুষ্য সৃষ্ট অগ্নিকাণ্ডে রুখতে বনরক্ষা কমিটির মাধ্যমে জঙ্গল লাগোয়া গ্রামে গ্রামে প্রচারও চালানো হচ্ছে।

আরও পড়ুন- হাওড়ায় জোড়া সভা অভিষেকের, প্রস্তুতি বৈঠকে জেলা নেতৃত্ব

Latest article