সংবাদদাতা, দিনহাটা : ‘যিনি মানুষের ভোটে জিতে তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। নিজের ব্যক্তিগত লাভের জন্য বিধায়কপদ ছেড়ে মোদিজির হাত ধরে ঢুকে পড়েছেন সংসদে, সেই বিশ্বাসঘাতকদের আর ভোট নয়। এবার উন্নয়নের স্বার্থে আপনারা আমাদের প্রার্থী উদয়ন গুহকে জয়ী করবেন, বলে আমার বিশ্বাস।’ দিনহাটা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহের সমর্থনে আবুতারা হাইস্কুল মাঠে এক জনসভায় এই মন্তব্য করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। নাম না করে একহাত নিলেন বর্তমান বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিককে।
আরও পড়ুন: সুন্দরবনের ইয়াস-ক্ষতিগ্রস্ত, বাঘবিধবাদের পাশে তৃণমূল কংগ্রেসের ক্রীড়া সেল
ফিরহাদ বললেন, ‘এই নির্বাচন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কোথাও পরেশ অধিকারী, কোথাও ফিরহাদ হাকিম— এঁরা জয়লাভ করলেও বাংলার মানুষ ভোট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। উদয়ন বিধানসভা নির্বাচনে যখন প্রতিনিধি ছিলেন, তখন অনেক মানুষ ভোট দিয়েছিলেন, আবার অনেকে ভুল করে বিজেপিকে ভোট দেন। তাঁরা এবার আর সেই ভুল করবেন না।’ নিশীথের নাম না করে ফিরহাদের মন্তব্য, ‘তখন যিনি বিজেপির হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন, তিনি ভারতের নাগরিকই নন! ভোটে জয়লাভ করে দিনহাটার মানুষের পাশে থাকেননি। তার মানে, তিনি আদৌ এখানকার মানুষকে সেবা করতে আসেননি। যেসব মানুষ তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, তিনি তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। উদয়ন এখানকার ঘরের ছেলে। আপনাদের সুখ-দুঃখে পাশে থাকে। বিজেপির মিথ্যাচার ও ভণ্ডামির সমুচিত জবাব দিতে তৃণমূল কংগ্রেস ঠিক করেছিল, এখানকার ঘরের ছেলে উদয়নকেই ফের প্রার্থী করবে। আমাদের বিশ্বাস দিনহাটার মানুষ উদয়নকে দু হাত তুলে আশীর্বাদ করবেন।’
আরও পড়ুন: ভাড়া না পেয়ে জেলা অফিসে তালা দিলেন বিজেপি বিধায়ক
এর পর ফিরহাদ চৌধুরিহাটেও একটি জনসভা করেন। সেখানেও কোভিডবিধি মেনে ছিলেন বহু কর্মী-সমর্থক। আজ, সোমবারও দিনহাটা মহকুমায় বেশ কয়েকটি কর্মিসভা করবেন। রবিবারের জনসভায় প্রার্থী উদয়ন গুহ ছাড়াও ছিলেন পরেশচন্দ্র অধিকারী, কমলেশ অধিকারী, পার্থপ্রতিম রায় প্রমুখ। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে মাত্র ৫৭ ভোটে পরাজিত হন উদয়ন। এবার তিনি ৫৭ হাজার ভোটে জয়লাভ করবেন বলে আশাবাদী।