অগ্নিগর্ভ মণিপুরে না গিয়ে বাংলায় রবীন্দ্রজয়ন্তী পালনে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২৫ বৈশাখ সকালে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়ে তীব্র কটাক্ষ করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Amit Shah- Firhad Hakim)।
রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে মঙ্গলবার সকালে ঠাকুরবাড়িতে যান ফিরহাদ হাকিম (Amit Shah- Firhad Hakim)। সেখানে রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানেই শাহর বঙ্গসফর নিয়ে ফিরহাদকে প্রশ্ন করা হলে ক্ষোভ উগরে দেন তিনি। বলেন, “মণিপুর BJP শাসিত রাজ্য। সেখানে জাতি সংঘর্ষ হচ্ছে। লুঠপাট চলছে। প্রচুর সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে। উনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওঁর ওখানে যাওয়ার দরকার ছিল। অথচ সেখানে না গিয়ে, বাংলায় আসছেন। ২০২৪-এ লোকসভা নির্বাচন। তাই রাজনীতি করছেন।”
পয়লা বৈশাখের সময় বঙ্গসফরে এসে লোকসভা নির্বাচনে বিজেপি-র জন্য ৩৫ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। সেই মন্তব্যকে এদিন পাল্টা আক্রমণ করেন ফিরহাদ। বলেন, “৩৫ হবে না ওঁদের। স্বপ্ন হয়েই থেকে যাবে। বাঙালির ঘরে যত ভাইবোন সব এক হোক, এক হোক।” রাজ্যের মন্ত্রীর তথা কলকাতার মেয়রের কথায়, ২০২১-এও বাঙালির আবেগকে ছুঁতে পারেনি বিজেপি, ২০২৪-এও পারবে না।
আরও পড়ুন: রবীন্দ্রজয়ন্তী: কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন মুখ্যমন্ত্রী এবং অভিষেকের