‘নতুন পাল্টি খেয়েছে তো, তাই বেশি লাফালাফি করছে’ ফিরহাদের নিশানায় শুভেন্দু

Must read

১৬ আগস্ট রাজ্যজুড়ে খেলা হবে দিবস পালিত হবে রাজ্য সরকারের উদ্যোগে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের সমস্ত জেলা, ব্লক, ক্লাবে ক্লাবে ওইদিন ফুটবল-সহ আরও অনেক খেলার আয়োজন করা হয়েছে। সেই উপলক্ষে আজ বৃহস্পতিবার কলকাতা পুরসভার ফুটবল বিতরণ করলেন মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। ছিলেন প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য দেবাশিস কুমার। যিনি কলকাতা পুরসভার খেলা সংক্রান্ত দায়িত্বে আছেন। এছাড়াও ছিলেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়।

আরও পড়ুন- চলতি সপ্তাহেই ক্রোয়েশিয়ায় সন্দেশ

এদিন মূলত কলকাতা পৌরসভার অন্তর্গত ১৪৪ টি ওয়ার্ডের কো-অর্ডিনেটর ও বোরো চেয়ারম্যানদের হাতে এই ফুটবল তুলে দেওয়া হয়। মূলত, রাজ্য সরকারের তত্ত্বাবধানে তৈরি হয়নি তুলে দেওয়া হয় তাদের হাতে। বিভিন্ন ক্লাব ওইদিন খেলায় অংশ নেবে। করোনা বিধি মেনেই খেলা হবে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। বন্ধ থাকা পার্কগুলো স্যানিটাইজার করে ওইদিন খুলে দেওয়া হবে। ফিরহাদ হাকিম জানিয়েছেন, তিনি নিজেও খেলা হবে দিবসে খেলতে নামবেন। নবাব আলী পার্কে খেলবেন ফিরহাদ হাকিম। দেবাশীষ কুমার খেলতে নামবেন দেশপ্রিয় পার্কে।

আরও পড়ুন- তপ্ত ত্রিপুরা: তৃণমূল কর্মীদের বাড়িতে পুলিশের তাণ্ডব, টুইটে তীব্র আক্রমণ কুণালের

এদিন বিজেপিকেও কটাক্ষ করেন ফিরহাদ হাকিম। শুভেন্দু অধিকারী খেলা হবে দিবসে আপত্তি জানানোয় ফিরহাদ হাকিম বলেন, ” বিজেপি আসলে ২ মে-এর ম্যাচে গোহারা হেরেছে। সেটা এখনও হজম করতে পারেনি শুভেন্দু। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছেন এই বাংলায় ভালো-মন্দ বোঝার জন্য। শুভেন্দু অধিকারীকে নয়। ও বাচ্চা ছেলে। খেলার বিষয় বেশি কথা না বলে সাইড লাইনে বসে যাওয়া উচিত। আর নতুন পাল্টি খেয়েছে তো, নতুন বিজেপি করছে তো, তাই বেশি লাফালাফি করছে।” ১৬ আগস্ট খেলা হবে দিবস উদযাপন নিয়ে আপত্তি জানিয়ে টুইট করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, “রাজ্যপাল নিজের চাকরি আর চেয়ার বাঁচাতে এমন আচরণ করছেন। উনি বিজেপির লোক বলেই বিজেপির ভাষায় কথা বলছেন।”

Latest article