উত্তরবঙ্গে মোদি হঠাও আওয়াজ,উচ্ছসিত ফিরহাদ

Must read

প্রতিবেদন : উত্তরবঙ্গে তৃণমূলের  বিপুল জয় নিয়ে উচ্ছসিত ফিরহাদ।  রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‌’উত্তরবঙ্গ আওয়াজ তুলল, মোদি হটাও। দিনহাটার মানুষ আজ তাঁদের ভুল শুধরে নিল। তবে এত বিপুল ব্যবধান প্রত্যাশা করিনি।’‌’ তিনি আরও বলেন, ‘’সব কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে। বিজেপির লোকেরা যদি বলেন ছাপ্পাভোট পড়েছে, তাহলে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা উচিত।’‌’

আরও পড়ুন : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি থেকে সিদ্ধি নায়েকের রহস্যমৃত্যু: গোয়ায় সোচ্চার তৃণমূল

রাজ্যে চার আসনের উপনির্বাচনে প্রধান বিরোধী দল বিজেপিকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে তৃণমূল। সব কেন্দ্রে রেকর্ড মার্জিনে জিতবে ঘাসফুল প্রার্থীরা। শান্তিপুর ছড়া বাকি তিন আসনে জামানত বাজেয়াপ্ত বিজেপির। আর দিনহাটায় তৈরি হল ইতিহাস। ১ লক্ষ ৬৩ হাজার ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। রাজ্যের কোনও বিধানসভা আসনে এই বিপুল ব্যবধানে এর আগে আর কোনও দলের কোনও প্রার্থী জিততে পারেননি। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় একুশের বিধানসভা ভোটে চরম বিপর্যযয়ের মাঝেও উত্তরবঙ্গ মুখ ফেরায়নি বিজেপির দিক থেকে। সেই উত্তরবঙ্গের কোচবিহারের দিনহাটায় মাত্র ৬ মাসের ব্যবধানে করুন ছবি। খোদ কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ছেড়ে যাওয়া আসনে গোহারা বিজেপি!

 

Latest article