প্রতিবেদন : ২৫ বছর ধরে বহরমপুরে গুন্ডামি করার পর অবশেষে মানুষের জবাবে ধুয়ে-মুছে গিয়েছেন অধীর চৌধুরী। তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ পাঠানের কাছে গোহারা হেরেছেন কংগ্রেসের পাঁচবারের সাংসদ। আর প্রথমবার হেরেই চক্রান্ত করে হারানোর হাস্যকর অভিযোগ তুলেছেন তিনি। অধীরের এই ভ্রম শুধরে দিয়ে তাঁকে তীব্র কটাক্ষ করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। শনিবার কলকাতা পুরসভায় সাংবাদিক সম্মেলনে মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, নাচতে না জানলে উঠোন বাঁকা।
আরও পড়ুন-মোদিকে বায়োলজিক্যাল বর্ন, কটাক্ষ নেত্রীর, বিজেপির ‘অর্গানিক’ জোট আর্টিফিসিয়াল
যেদিন থেকে অধীর চৌধুরী সিপিএমের হাত ধরেছেন, সেদিন থেকে কংগ্রেস তাঁর সঙ্গে নেই। দলের কর্মী-সমর্থকরাও তাঁর পাশে নেই। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করায় অধীরকে ধুয়ে দিয়ে ফিরহাদের জবাব, মমতা বন্দ্যোপাধ্যায়ের সক্রিয় নেতৃত্বের জন্যই দাঙ্গা নেই রাজ্যে। দাঙ্গাবাজরা মাথা তুলে দাঁড়াতে পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গা বিরোধী। সাম্প্রদায়িক অশান্তি রুখতে গিয়ে তাঁর প্রাণ সংশয়ও হয়েছে। আর অধীর চৌধুরী কখনও সেই দাঙ্গাবাজদের সঙ্গে হাত মেলাচ্ছেন, আবার কখনও সিপিএমের সঙ্গে হাত মেলাচ্ছেন। এই সিপিএমের সঙ্গে হাত মেলানোই অধীরবাবুর কাল হয়েছে।