সংবাদদাতা, মালদহ : রাজ্যপাল পদটি সাংবিধানিক। অথচ রাজ্যপাল বিজেপির হয়ে কথা বলছেন। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর দেখানো পথেই তিনি চলছেন। যা কাম্য নয়। তিনি তাঁর সাংবিধানিক পদের গরিমা নষ্ট করছেন। কেন্দ্রের উসকানিতে বাংলায় অশান্তির বাতাবরণ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাজ্যপালের প্রতিটি মন্তব্যেই এর বহিঃপ্রকাশ ঘটছে। মালদহ সফরে এসে এভাবেই তীব্র মন্তব্য করে রাজ্যপাল জগদীপ ধনকড়কে বিঁধলেন রাজ্যের পরিবহণ ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার তিনি মালদহ প্রেস কর্নারে সাংবাদিক বৈঠক করে বলেন, বিজেপি একটি সাম্প্রদায়িক দল। যে দল লাগাতার সাম্প্রদায়িক তাস খেলে বাংলায় দাঙ্গা ও অশান্তি সৃষ্টি করতে তৎপর হয়ে উঠেছে।
আরও পড়ুন-প্রাকৃতিক উপাদানে তৈরি হচ্ছে কীটনাশক
সাম্প্রদায়িক বিজেপিকে উৎখাতের ডাক দেন তিনি। বলেন, ‘বাংলার মানুষের জনাদেশ ওদের বিরুদ্ধে গেলেও হুঁশ ফেরেনি। অযাচিতভাবে একের পর এক সাম্প্রদায়িক মন্তব্য করে বাংলায় অস্থির পরিবেশ তৈরির খেলায় মগ্ন বিজেপি। কিন্তু তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে ওদের সব ধরনের চক্রান্তের মোকাবিলা করতে প্রস্তুত। তৃণমূল কংগ্রেসের প্রতি রাজ্যবাসীর আস্থা ও ভরসা আছে। বাংলার মানুষই বিজেপির চক্রান্তের মোকাবিলা আগেও করেছেন, আবারও করবেন।’ তিনি এও বলেন, ‘ধর্ম যার যার। কারও ধর্ম নিয়ে মন্তব্য করা ঠিক নয়। নূপুর শর্মার গ্রেফতারের দাবিতেও সরব হন তিনি। বিজেপি ও সিপিএমকে বাম-রাম বলে কটাক্ষও করেন।
আরও পড়ুন-অভিনব উপায়ে চাষ কৃষকদের প্রশিক্ষণ
বিভিন্ন রাজ্যে বিরোধীদের ইডি-সিবিআইয়ের জুজু দেখিয়ে মুখ বন্ধ রাখতে চাইছে বিজেপি। এজেন্সিগুলিকে ব্যবহার করছে ওরা। এটা ঠিক নয়। কেন্দ্রীয় সরকার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি রুখতে ব্যর্থ। রান্নার গ্যাসের দাম আবার বাড়ল ৫০ টাকা। এর ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। তৃণমূল কংগ্রেস মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে। রাজ্যে উন্নয়নের জোয়ার দেখে বিজেপি ঈর্ষান্বিত হয়ে চক্রান্ত করছে। ওরা যতই চক্রান্ত করুক না কেন, ওদের চক্রান্ত ব্যর্থ হবে বলে জোরালো গলায় জানান মন্ত্রী ফিরহাদ হাকিম।