পাঞ্জাবের ভাটিন্ডা মিলিটারি স্টেশনে গুলি, নিহত চার

স্থানীয় বাসিন্দারাও গুলির শব্দ শুনতে পান। স্বাভাবিকভাবেই এর ফলে উত্তেজনা ছড়িয়েছে ভাটিন্ডায়। গোটা এলাকা কড়া নিরাপত্তায় ঘিরে তল্লাশি চালানো হচ্ছে।

Must read

বুধবার সকালে গুলি চলল পাঞ্জাবের ভাটিন্ডা মিলিটারি (Punjab Bhatinda Military) স্টেশনে। ভারতীয় সেনাবাহিনীর দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কমান্ড এই বিষয়ে জানিয়েছে, ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। আজ ভোর সাড়ে ৪টে থেকে ৫টার মধ্যে এই গুলি চালানোর ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারাও গুলির শব্দ শুনতে পান। স্বাভাবিকভাবেই এর ফলে উত্তেজনা ছড়িয়েছে ভাটিন্ডায়। গোটা এলাকা কড়া নিরাপত্তায় ঘিরে তল্লাশি চালানো হচ্ছে।

আরও পড়ুন-রাজ্যের বেকারদের জন্য বড় সিদ্ধান্ত নবান্নের

সেনার তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘ভোর ৪টে ৩৫ মিনিট নাগাদ সেনা ছাউনির ভিতরে গুলি চালনোর ঘটনাটি ঘটে। এর পরপরই ‘ক্যুইক রিঅ্যাকশন টিম’কে মোতায়েন করা হয় ভাটিন্ডা সেনা ছাউনিতে। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। ভোর থেকেই তল্লাশি অভিযান শুরু হয়েছে। এই গুলি চালানোর ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে।’

আরও পড়ুন-জোগান কম, দেশে বাড়তে পারে চিনির দাম

ভাটিন্ডার এসএসপি গুলনীত খুরানা জানিয়েছেন, ‘প্রাথমিক ভাবে আমরা অনুমান করছি যে ছাউনিরই কোনও এক সেনা জওয়ান এভাবে গুলি চালিয়েছেন। তাতেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে বাকিদের।’ কে বা কারা গুলি চালাল, কেন এমন ঘটনা ঘটেছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছেইতবে জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দেননি কেউই।

ঘটনার নেপথ্যে থাকা সেনা জওয়ান জীবিত আছে। সেনা ছাউনি থেকে হারিয়েছে একটি রাইফেল এবং ২৮ রাউন্ড গুলি। সেই অস্ত্র এবং গুলি আততীয়র সঙ্গে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সেনার কুইক রেসপন্স টিম অভিযুক্ত সেনা জওয়ানকে ইতিমধ্যেই কোণঠাসা করে ফেলেছে ।

Latest article