জাদুঘরের পাশে CISF-র বারাকে চলল এলোপাথাড়ি গুলি: মৃত ১ এএসআই, ধৃত অভিযুক্ত

Must read

ভারতীয় জাদুঘরের (Firing Near Indian Museum)পাশে সিআইএসএফের ক্যাম্পে চলল এলোপাথাড়ি গুলি। এই ঘটনায় মৃত্যু এএসআই পদমর্যাদার পুলিশ রঞ্জিত কুমার ষড়ঙ্গীর। আহত হয়েছেন এসিপি পদমর্যাদার পুলিশ সুবীর ঘোষ। তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। যিনি গুলি চালিয়েছেন সেই হেড কনন্সটেবল এ কে মিশ্রকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের ফ্ল্যাগ পুড়িয়ে বাম-অতিবাম পড়ুয়াদের হামলা

শনিবার, সন্ধে সাড়ে ৬টা নাগাদ জাদুঘরের (Firing Near Indian Museum) কাছে গুলি চলে। সূত্রের খবর, ওই বারাকে গুলি চালান হেড কনস্টেবল। তাঁর বাড়ি ওড়িশায়। কয়েকদিন আগেই তাঁর পিতৃবিয়োগ হয়। কিন্তু তিনি ছুটি পাননি বলে অভিযোগ। পর পর ১৫ রাউন্ড তিনি গুলি চালান বলে জানান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। গুলি চালানোর খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন উচ্চ পদমর্যাদার পুলিশ আধিকারিকরা। যান পুলিশ কমিশনার ও অ্যাসিসটেন্ট পুলিশ কমিশনার। চত্বরের আলো নিভিয়ে মিশ্রর সঙ্গে কথা বলতে থাকেন পুলিশ আধিকারিকরা। অভিযুক্ত শর্ত দেন, নিরস্ত্র অবস্থায় বারাকে ঢুকতে হবে পুলিশকে। সেই মতো তাঁরা ভেতরে ঢোকেন। দেড় ঘণ্টার অপারেশনের পরে মিশ্রকে গ্রেফতার করা হয়। বিনীত গোয়েল জানান, কী কারণে এই গুলি চলল তা তদন্ত করে দেখা হবে। ঘটনায় প্রথামিক ভাবে আতঙ্ক ছড়ায়।

Latest article