প্রতিবেদন : অসমের গোয়ালপাড়ায় চালু হল রাজ্যের প্রথম ট্রানজিট ক্যাম্প (Assam- Transit Camp)। এতদিন যে সমস্ত মানুষ ডিটেনশন সেন্টারের ছিলেন সেখান থেকে তাঁদের ওই ট্রানজিট ক্যাম্পে নিয়ে যাওয়া হল। স্বাভাবিকভাবেই এই বিষয়টিকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। সকলেই মনে করছে, বিদেশিদের আটকে রাখতেই অসমের বিজেপি সরকার এই ট্রানজিট ক্যাম্প চালু করেছে।
গুয়াহাটি থেকে ১৫০ কিলোমিটার দূরে গোয়ালপাড়ায় এই ট্রানজিট ক্যাম্প (Assam- Transit Camp) বা অস্থায়ী শিবিরটি গড়ে তোলা হয়েছে। শুক্রবারই সেখানে ৬৮ জন সন্দেহভাজন বিদেশি নাগরিককে নিয়ে যাওয়া হয়। স্বাভাবিকভাবেই বিজেপি সরকারের এই সিদ্ধান্তে। বিদেশি নাগরিক বাছাই সংক্রান্ত বিতর্ক, এবং সিএএ ও এনআরসির মতো বিতর্কিত বিষয়গুলি সামনে এসেছে। রাজ্যের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠন স্পষ্ট বলেছে, বিজেপি সরকার কার্যত শীর্ষ আদালতের রায়কেও উপেক্ষা করছে। কারণ বিদেশি নাগরিক বাছাই সংক্রান্ত মামলায় সর্বোচ্চ আদালত স্পষ্ট বলেছে, বিদেশি সন্দেহে আটক ব্যক্তিদের মধ্যে যাঁরা তিন বছরের বেশি সময় ডিটেনশন সেন্টারে আছেন তাঁদের শর্তসাপেক্ষে মুক্তি দিতে হবে। সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল দ্বারা তারা বিদেশি নাগরিক বলে চূড়ান্তভাবে চিহ্নিত না হওয়া পর্যন্ত তাঁদের সকলকেই মুক্ত জীবনের অধিকার দিতে হবে। কোনওভাবেই আটকে রাখা যাবে না। কার্যত আদালতের রায় উপেক্ষা করেই অসমের বিজেপি সরকার ডিটেনশন সেন্টার থেকে ৬৮ জনকে। ট্রানজিট ক্যাম্পে নিয়ে গিয়ে বন্দি রেখেছে। শর্তসাপেক্ষে নির্দিষ্ট সময়ের জন্য বাইরে বের হওয়া যাবে কিন্তু সেই নির্দিষ্ট সময়সীমার পর আবার ক্যাম্পেই ফিরতে হবে।
আরও পড়ুন-বেশিরভাগ রাজ্যেই কংগ্রেস শূন্য, হাতে ভোট মানে পদ্মে ভোট: অভিষেক