সংবাদদাতা, মালদহ : উত্তরে এই প্রথম। মালদহে চালু হতে চলেছে হস্তশিল্প হাব। মালদহ জেলা শিল্পকেন্দ্র সূত্রে এমনটাই জানা গিয়েছে। মালদহের গাজল ব্লকের আদিনা গ্রাম পঞ্চায়েতের মজলিস গ্রামে এই হস্তশিল্প হাব তৈরি হতে চলেছে। নতুন ভবনের পাশাপাশি আধুনিক মানের যন্ত্রপাতি বসানোর কাজও চলছে দ্রুত গতিতে। জানা গিয়েছে, পাট ও বাঁশ দিয়ে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে তৈরি করা হবে হস্তশিল্পের সামগ্রী। যেগুলি বিক্রি করা সহজ লভ্য হবে।
আরও পড়ুন-বিষাক্ত গ্যাস, মৃত গোডাউনে কর্মরত চার শ্রমিক
এই প্রকল্পের জন্য রাজ্য সরকার আড়াই কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা গিয়েছে। হস্তশিল্প হাবে পাট ও বাঁশ থেকে তৈরি জুয়েলারি, টেবল ল্যাম্প, ট্রে, পাপোশ, ঝুড়ি, পুতুল, সহ নানান সামগ্রী তৈরি হবে এখানে। আর এগুলি তৈরি করবেন প্রশিক্ষণপ্রাপ্ত কারিগররা। মালদহের হস্তশিল্প এক নতুন দিশা দেখবে। হস্তশিল্পের সঙ্গে যুক্ত কারিগরদের রোজগারের জায়গা হয়ে উঠবে। ইতিমধ্যেই মালদহ জেলা শিল্প কেন্দ্র ‘উৎকর্ষ বাংলা’ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হস্তশিল্প তৈরির মান উন্নত করতে প্রশিক্ষণের কাজ শুরু হয়েছে। রাজ্য সরকার ক্লাস্টার তৈরি করে হস্তশিল্প হাব তৈরির করছে। এই হাব তৈরি করতে খাদিশিল্পও সাহায্যের হাত বাড়িয়েছে।
আরও পড়ুন-মশা মারতে ঔষধি মশারি
এমনকী এই হাবে তৈরি সামগ্রী বিদেশেও রফতানি করা হবে। মালদহ জেলা শিল্পকেন্দ্রের জেনারেল ম্যানেজার মানবেন্দ্র মণ্ডল জানান, বাঁশ ও পাটের সামগ্রী তৈরি করা হবে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই কাজে যুক্ত থাকবেন। সামগ্রীগুলি দিল্লি, চেন্নাই, মুম্বই, কেরল ও গোয়ায় রফতানি করা হবে বলে মালদহ জেলা শিল্পকেন্দ্র জানিয়েছে।