মশা মারতে ঔষধি মশারি

বিশেষজ্ঞদের ধারণা, ডেঙ্গি-ম্যালেরিয়া প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই মেডিকেটেড মশারি। নিশ্চিন্তে ঘুমোতে পারবেন শহরের প্রান্তিক মানুষ

Must read

প্রতিবেদন : ডেঙ্গি এবং ম্যালেরিয়া থেকে মহানগরীর বস্তিবাসী এবং ফুটপাথবাসীদের রক্ষা করতে অভিনব উদ্যোগ। রাজ্যের সহযোগিতায় মেডিকেটেড মশারি বিতরণ করবে কলকাতা পুরসভা। এই মশারির সংস্পর্শে এলেই নিমেষের মধ্যে মৃত্যু হবে মশার। এক বিশেষ ধরনের কীটনাশক এই মশারিতে ব্যবহার করার ফলে শুধু মশা নয়, অন্যান্য পোকামাকড়ও মশারির গায়ে আটকে যাবে সহজেই। এবং পরিণতিতে অবশ্যম্ভাবী মৃত্যু। অনেক দেশেই চল রয়েছে এই মেডিকেটেড মশারির।

আরও পড়ুন-অনলাইন গেম, ক্যাসিনোয় জিএসটি ২৮%

যার পোশাকি নাম ইনসেকটিসাইডাল ইনপ্রিগনেটেড মসকিউটো নেট। প্রথম পর্যায়ে বস্তিবাসীদের হাতে তুলে দেওয়া হবে মোট ৩০ হাজার মশারি। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি মেয়র অতীন ঘোষ বুধবার জানালেন, ৩০ হাজার মেডিকেটেড মশারি দিচ্ছে রাজ্যই। সেগুলি কলকাতার বস্তিবাসীদের কাছে পৌঁছে দেবে পুরসভা। লক্ষণীয়, ডেঙ্গি দমনে ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতা শুরু করেছে পুরসভার স্বাস্থ্যবিভাগ। প্রতিটি ওয়ার্ডে শুরু হয়েছে মশার লার্ভা-নিধন অভিযান।

আরও পড়ুন-সাঁওতালি ও রাজবংশী ভাষাতেও হবে গবেষণা

বিশেষজ্ঞদের ধারণা, ডেঙ্গি-ম্যালেরিয়া প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই মেডিকেটেড মশারি। নিশ্চিন্তে ঘুমোতে পারবেন শহরের প্রান্তিক মানুষ। পুরসভাসূত্রে জানা গিয়েছে, বেলগাছিয়া, কাঁকুড়গাছি থেকে শুরু হবে বস্তিবাসী এবং ফুটপাথবাসীদের মধ্যে মেডিকেডেট মশারি বিতরণ। বরো-ভিত্তিক তালিকা তৈরি করে পর্যায়ক্রমে পেয়ারাবাগান, কলেজ স্ট্রিট, গিরিশ পার্ক, তিলজলা, পঞ্চাননতলা, বড়বাজার,পার্ক স্ট্রিট, পার্ক সার্কাস এলাকা।

Latest article