সাঁওতালি ও রাজবংশী ভাষাতেও হবে গবেষণা

Must read

প্রতিবেদন : রাজ্য সরকার (West Bengal Government) সাঁওতালি, রাজবংশী ভাষার মাধ্যমে শিক্ষা ও গবেষণায় বিশেষ গুরুত্ব আরোপ করছে। বুধবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছেন এই সব আঞ্চলিক ভাষার প্রসারে ডেডিকেটেড ব্রাঞ্চ ফর সাব রিজিওনাল ল্যাঙ্গোয়েজ তৈরি করা হয়েছে। তিনি (Mamata Banerjee) জানান, দ্রুত ৮৪৪টি পদে সাঁওতালি ভাষার শিক্ষক নিয়োগ করা হবে। এছাড়াও ঝাড়গ্রামে প্রতি ব্লকে ১টি সাঁওতালি মাধ্যমের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের হস্টেলের সুবিধা সহ তৈরি করা হবে। এই পরিকল্পনা সফল হলে অন্যান্য জেলাতেও একই পদক্ষেপ করা হবে। ঝাড়গ্রামের বিএড কলেজেও সাঁওতালি ভাষাকে মান্যতা দেওয়া হবে। রাজবংশী স্কুলে নিয়োগ প্রসঙ্গে তিনি জানান, এই মুহূর্তে ১৯৮টা রাজবংশী স্কুল চলছে। সেখানে যাঁরা পড়ান তাঁদের ডিগ্রি খতিয়ে দেখা হচ্ছে। যাঁরা যোগ্য তাঁদের নিয়ম মেনে প্যারাটিচার পদেও নিয়োগ করতে রাজি রাজ্য। যাঁদের ডিগ্রি নেই অথচ পড়াচ্ছেন তাঁদের আইন মেনে অশিক্ষক কর্মী হিসেবে কোনও ব্যবস্থা করা যায় কি না সেই দিকটি খতিয়ে দেখা হবে। প্রয়োজনে তাঁদের ডিগ্রি অর্জনের জন্য সময় দেওয়া হবে। এই নিয়ে একটি সমীক্ষা চালানো হচ্ছে। তার রিপোর্ট হাতে পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন- শিল্পোদ্যোগে উৎসাহ দিতে মুখ্যমন্ত্রীর অভিনব ভাবনা

Latest article