সুন্দরবনের ইতিহাসে এই প্রথম। কুলতলি ব্লকের পালের চকে সুন্দরবন নেতাজি স্বাস্থ্য সদন ও ওড়িশার অম্বিকা প্রসাদ রিসার্চ ফাউন্ডেশন এবং কুলতলি পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় সোমবার শেষ হল প্রথম সুন্দরবন জীববৈচিত্র্য মেলা। মেলা শুরু হয়েছিল শনিবার। মেলায় অংশ নিয়েছিলেন বিজ্ঞানী, স্কলার, গবেষক ও সুন্দরবন বিশেষজ্ঞরা। মেলার লক্ষ্য, কৈখালিঘাট থেকে সুন্দরবনের বিভিন্ন দ্বীপের উদ্ভিদ ও প্রাণীদের পর্যবেক্ষণ, সেইসঙ্গে যে সকল নতুন প্রজাতির উদ্ভব হয়েছে তার অনুসন্ধান। সুন্দরবনের বিভিন্ন পেশার মানুষ, যেমন মৎস্য শিকারি, কাঁকড়া শিকারি, মিন শিকারীদের কাছ থেকে জীববৈচিত্র্য সম্পর্কিত তথ্য সংগ্রহ করা। কলস দ্বীপ, জিঞ্জিরা দ্বীপ, হ্যালিডে দ্বীপ-সহ বেশ কয়েকটি দ্বীপ সরাসরি পর্যবেক্ষণ করার সুযোগও এনে এনে দিয়েছে এই মেলা। রাতে নদী, খাঁড়িতে রাত্রিবাস করে বন কর্মীদের অভিজ্ঞতা ও সমস্যা নিয়ে তথ্য সংগ্রহও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। ১১ তারিখ দ্বীপ, প্রাণী ও উদ্ভিদ পর্যবেক্ষণ করে রিপোর্ট তৈরির পর সোমবার কুলতলি ব্লকের স্কুল-কলেজের পড়ুয়াদের সামনে এই তথ্য নিয়ে জীব বৈচিত্র্য ও তার গুরুত্ব আলোচনা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল ছাত্রছাত্রীদের সুন্দরবনের জীববৈচিত্র্য সম্পর্কিত প্রবন্ধ প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় স্থানাধিকারী পড়ুয়াদেরও সম্মানিত করা হয়। সার্বিক অনুষ্ঠানের পরিকল্পনা ও নেতৃত্ব দেন দুই জীবন বিজ্ঞান শিক্ষক দীনবন্ধু অধিকারী ও বিনোদ সর্দার ও কুলতলি ব্লকের বিডিও মৌমিতা ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন অম্বিকা প্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের ডঃ সনজিৎ কুমার ও জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডঃ দীপান্বিতা দাস, দক্ষিণ ২৪ পরগনার ডিএফও মিলন কান্তি মন্ডল, রায়দিঘির রেঞ্জার সুবায়ু সাহা ও কুলতলি ব্লক উন্নয়ন আধিকারিক সুচন্দন বৈদ্য ও সুন্দরবন নেতাজি স্বাস্থ্য সদনের সভাপতি অনিল কুমার অধিকারী।
আরও পড়ুন- উচ্চমাধ্যমিক অতিরিক্ত স্টপেজ শিয়ালদহ শাখায়