উচ্চমাধ্যমিক অতিরিক্ত স্টপেজ শিয়ালদহ শাখায়

Must read

শুক্রবার থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। এই বছর দু’ঘণ্টা এগিয়ে আনা হয়েছে পরীক্ষার সময়। তাই পরীক্ষার হলে পৌঁছতে যাতে পরীক্ষার্থীদের দেরি না হয় সেই কারণে শিয়ালদহ শাখায় অতিরিক্ত স্টপেজের ঘোষণা করল পূর্ব রেল। পূর্ব রেল জানিয়েছে, উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনগুলোতে ৮টা থেকে পৌনে দশটা এবং দুপুর ১ থেকে আড়াইটের মধ্যে ট্রেনগুলি অতিরিক্ত স্টপেজে দাঁড়াবে। শিয়ালদহ ডিভিশনের শিয়ালদহ-রানাঘাট-কৃষ্ণনগর শাখায় ট্রেনগুলি পলতা, জগদ্দল, কাঁকিনাড়া, পায়রাডাঙা, জালাখালি হল্টে দাঁড়াবে। বারাসত-বনগাঁ শাখার ট্রেনগুলি সংহতি ও বিভূতিভূষণ হল্টে দাঁড়াবে। শিয়ালদহ থেকে কৃষ্ণনগর, কাটোয়া, বনগাঁগামী ট্রেনগুলি অতিরিক্ত স্টপেজে দাঁড়াবে। মোট ২১টি ট্রেন বাড়তি স্টপেজে দেবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- অভিনব উদ্যোগ টিএমসিপির, বিশেষ বাগ্‌দেবী সম্মান ২০২৪

Latest article