সবার আগে আমিই ধোনির পাশে দাঁড়াব, এতদিনের জল্পনা নস্যাৎ করে গম্ভীর

ম্যাচ শেষ ওভারে টেনে নিয়ে যাওয়ার যে প্রবণতা ধোনির ছিল, তার কট্টর সমালোচক ছিলেন গম্ভীর। বরাবরই গম্ভীর সোজা কথা সোজাভাবে বলেন।

Must read

মুম্বই, ১৯ মার্চ : তাঁদের দু’জনের কাল্পনিক লড়াই নিয়ে প্রচুর কথা হয়েছে। গল্প ছড়িয়েছে। ক্রিকেটমহলে এটাই এতদিনের সর্বজনগ্রাহ্য ধারণা যে, গৌতম গম্ভীর ও মহেন্দ্র সিং ধোনি কেউ কাউকে সহ্য করতে পারেন না। তাঁদের মধ্যে কোনও সুসম্পর্ক নেই। কিন্তু এতদিনের এই ধারণাকে নস্যাৎ করে গম্ভীর জানালেন, ধোনির সঙ্গে তাঁর কোনও বিরোধ নেই। বরং তাঁদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া রয়েছে।
একটি ইউটিউব চ্যানেলে প্রাক্তন ভারতীয় ওপেনার বলেছেন, ‘‘ধোনির প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। আর এটা থেকেই যাবে। ১৩৮ কোটি জনতার সামনে অন এয়ার আমি এটা বলতে পারি, ভারতীয় ক্রিকেট ও মানুষ হিসাবে ধোনি যা করেছে তাতে কখনও দরকার হলে, জানি হবে না তাও বলছি, সবার আগে আমি গিয়ে ওর পাশে দাঁড়াব।”

আরও পড়ুন-স্বস্তির বৃষ্টি এখনই নয়

ম্যাচ শেষ ওভারে টেনে নিয়ে যাওয়ার যে প্রবণতা ধোনির ছিল, তার কট্টর সমালোচক ছিলেন গম্ভীর। বরাবরই গম্ভীর সোজা কথা সোজাভাবে বলেন। এতে এমন ধারণা তৈরি হয়ে থাকতে পারে। কিন্তু গম্ভীর বলেছেন, তিনি ধোনির সবথেকে বেশিদিনের সহঅধিনায়ক ছিলেন। অনেক সময় খেলার মাঠে মতের অমিল হয়েছে। কিন্তু তাতে তাঁদের পারস্পরিক শ্রদ্ধা হারিয়ে যায়নি।
অনুষ্ঠানে গম্ভীর ২০১১ বিশ্বকাপের কথা টেনে একটি ব্যক্তিগত তথ্যও সামনে এনেছেন। তাঁরা ফাইনালে ওঠার পর এখন স্ত্রী তখন বান্ধবী নাতাশাকে তিনি খেলা দেখতে মুম্বই আসতে বলেছিলেন। কিন্তু এটা কী এমন জরুরি বলে নাতাশা ফাইনাল দেখতে আসেননি। ফাইনালে গম্ভীর ৯৭ রান করে ভারতের কাপ জয়ের রাস্তা গড়ে দিয়েছিলেন। গোটা দেশে আনন্দের উৎসব শুরু হয়ে গিয়েছিল। গম্ভীর বলেছেন, ‘‘এখনও সেই প্রসঙ্গ উঠলে আমার স্ত্রী লজ্জা পায়।”

Latest article