স্বস্তির বৃষ্টি এখনই নয়

সোমবার পর্যন্ত আবহাওয়ার তেমন কোনও হেরফের হওয়ার খবর নেই। কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

Must read

প্রতিবেদন : আপাতত তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকার কারণে গরমের সঙ্গে ঘামের অস্বস্তি বাড়বে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। ঘূর্ণিঝড় অশনি অনেক দূর দিয়ে চলে গেলেও এর সামান্য প্রভাব পড়তে চলেছে এই বাংলাতেও। তবে তীব্র গরমের মধ্যে স্বস্তির বার্তা দিয়ে এখনই বৃষ্টি আসছে না তা জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন-আমার সেরাটা এখনও আসেনি, দাবি নীরজের

আগামী সোমবার পর্যন্ত আবহাওয়ার তেমন কোনও হেরফের হওয়ার খবর নেই। কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। কিন্তু আগামী ৪-৫ দিন দার্জিলিং এবং কালিম্পং জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল তা বর্তমানে দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় এর প্রভাব আরও কিছুটা বাড়বে। অর্থাৎ ২০ মার্চ সকালে সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।

Latest article