আমার সেরাটা এখনও আসেনি, দাবি নীরজের

৮৭.৫৮ মিটার জ্যাভেলিন ছুড়ে টোকিও অলিম্পিকে সোনা জিতেছেন নীরজ চোপড়া। এর থেকে বেশি আর কী চাইতে পারে একজন অলিম্পিক অ্যাথলিট।

Must read

নয়াদিল্লি, ১৯ মার্চ : ৮৭.৫৮ মিটার জ্যাভেলিন ছুড়ে টোকিও অলিম্পিকে সোনা জিতেছেন নীরজ চোপড়া। এর থেকে বেশি আর কী চাইতে পারে একজন অলিম্পিক অ্যাথলিট। কিন্তু নীরজ অন্য ধাতুতে গড়া। তিনি বলেছেন, তাঁর সেরাটা এখনও আসেনি। তিনি আরও বড় কিছু করতে চান।
কী করতে চান তার একটা ধারণাও দিয়েছেন হরিয়ানার বছর চব্বিশের তরুণ। তিনি এই বছর ৯০ মিটার দূরত্ব পার করতে চান। এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে আরও ভাল করতে চান। নীরজ বলেছেন, ‘‘আমি সবসময় বিশ্বাস করে এসেছি যে, এখনও পর্যন্ত যা করেছি সেটা আমার সেরা পারফরম্যান্স নয়। আরও ভাল করতে পারি। গোটা দেশও সেটাই মনে করে। সবার আমাকে নিয়ে প্রত্যাশা রয়েছে।” লরিয়েস ওয়ার্ল্ড স্পোর্টস-এর ওয়েবসাইটে নীরজ আরও জানিয়েছেন, তিনি অনেকদিন ধরে ৯০ মিটার পার করতে চাইছেন। তবে হয়নি। তাঁর উপর কোনও চাপ নেই। কিন্তু জানেন টেকনিক ও স্পিডে উন্নতি করতে পারলে ভবিষ্যতে এটা করে ফেলতে পারবেন। প্রসঙ্গত, নীরজের সেরা পারফরম্যান্স হল ৮৮.০৩ মিটার।

আরও পড়ুন-ইউক্রেনের শিশুদের পাশে ফেডেরার, মারে

টোকিওর সোনা যে তাঁকে আরও ভাল করতে উৎসাহিত করছে, সেটাও অকপটে জানিয়েছেন নীরজ। তিনি চান সব টুর্নামেন্টেই পুরস্কার মঞ্চে উঠতে। জুলাইয়ে বিশ্ব অ্যাথলেটিক্স রয়েছে। সেখানেও একই টার্গেট। বিশ্ব চ্যাম্পিয়নশিপে আগে অংশ নিয়েও কিছু করতে পারেননি। নীরজ তাই এবার সোনাকে পাখির চোখ করেছেন। এশিয়ান গেমস বা কমনওয়েলথ গেমসে তিনি আগেও সোনা জিতেছেন। এদিকে, লরিয়েসে নমিনেশন পেয়ে নীরজ উচ্ছ্বসিত। তাঁকে অভিনন্দন জানিয়েছেন আন্তর্জাতিক অ্যাথলেটিক্স ফেডারেশনের প্রেসিডেন্ট সেবাস্তিয়ান কো।

Latest article