নিজ্জর খুনে কানাডায় গ্রেফতার ৩ ভারতীয়

Must read

খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনের (Nijjar Killing) মামলায় কানাডা পুলিশের হাতে গ্রেফতার ৩ ভারতীয় নাগরিক। ধৃতরা ‘হিট স্কোয়াডে’র সদস্য বলে দাবি। অভিযুক্তদের আদালতে তোলা হয়েছে। ধৃতরা হল করণ ব্রার (২২), কমলপ্রীত সিং (২২) ও করণপ্রীত সিং (২৮)। তাঁদের বিরুদ্ধে হত্যা-ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের হয়েছে। ধৃতরা আলবের্তা শহরের বাসিন্দা। অস্থায়ী বাসিন্দা হিসেবেই সেখানে থাকতেন তাঁরা। ভারত সরকারের সঙ্গে ধৃতদের যোগ খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন- চিন্নাস্বামীতে আজ ভেসে থাকার লড়াই

২০২৩ সালের ১৮ জুন সুরে শহরে গুরুদ্বারের কাছে খুন (Nijjar Killing) হয় জঙ্গি সংগঠন ‘খালিস্তান টাইগার ফোর্সে’র প্রধান নিজ্জর। বেশিরভাগ দিনই ভ্যানকোভারের ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভে শামিল হতে দেখা যেত নিজ্জরকে। গোয়েন্দা সূত্রে খবর, ভারতকে রক্তাক্ত করতে আইএসআইয়ের সঙ্গেও যড়যন্ত্র করেছিল হরদীপ সিং নিজ্জর। নিজ্জরের খুনের পর শোরগোল পড়ে যায়।

Latest article