সংবাদদাতা, শিলিগুড়ি : মরশুমের প্রথম তুষারপাত হল সান্দাকফুতে। চারিদিক ঢাকল বরফের চাদরে। দার্জিলিং শহর ও আশপাশের এলাকায় দিনভর মেঘলা আকাশ, সারাদিনে বেশ কয়েক পশলা বৃষ্টিও হয়েছে পাহাড়ে। বৃষ্টি নেমেছে সান্দাকফুতেও। ঘন মেঘের চাদরে মুড়েছে সিঙ্গলিলার জঙ্গল। আর বৃষ্টি নামতেই মরশুমের প্রথম তুষারপাত পাহাড়ে। সাদা বরফের আস্তারণে ঢেকে গিয়েছে সান্দাকফু-ফালুট সহ সিঙ্গলিলা রেঞ্জের বিস্তীর্ণ অঞ্চল।
আরও পড়ুন-পথ দেখাচ্ছে বাংলা, এবার পাঞ্জাবেও ‘দুয়ারে সরকার’, ঘোষণা মুখ্যমন্ত্রী মানের
গত কয়েকদিন ধরেই তুষারপাতের অনুকূল পরিবেশ তৈরি হচ্ছিল। অবশেষে বৃষ্টি নামতেই ফ্রেশ স্নো-ফল। সাধারণত মাঝ ডিসেম্বরের দিকে পাহাড়ে তুষারপাত হতে শুরু করে। তবে এবার বৃষ্টিপাতের কারণে ডিসেম্বরের শুরু থেকেই পাহাড়ে তুষারপাতের অনুকূল পরিবেশ তৈরি হয়েছিল। বাঙালির কাছে অন্যতম পছন্দের ঘুরতে যাওয়ার ডেস্টিনেশন হল দার্জিলিং। বৃহস্পতিবার সান্দাকফু, ফালুট ও আশপাশের এলাকায় তুষারপাত হয়েছে। সারা বছর পাহাড়ে পর্যটকদের ভিড় লেগেই থাকে। শুধু দার্জিলিং শহর নয়, আশপাশের বিভিন্ন জায়গা যেমন লেপচাজগৎ, সিটং, সান্দাকফু, ফালুটেও প্রচুর পর্যটক ভিড় জমান।